
ঢাকার ধামরাই উপজেলায়,পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন “উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ (১ম সংশোধিত) প্রকল্পের তালিকাভুক্ত ১৭২৪জন পাট উৎপাদনকারী চাষীদের মধ্যে বিনামূল্যে সার ও পাটবীজ বিতরণ করা হয়েছে।
সোমবার (২৪ মার্চ) বেলা ১২টার দিকে ধামরাই উপজেলা পরিষদ চত্বরে সার ও পাটবীজ বিতরণ কার্যক্রম এর শুভ উদ্ভোধন করা হয়। ১বিঘা পাট আবাদি জমির জন্য ১জন পাট উৎপাদনকারী চাষীকে বিনামূল্যে ১কেজি পাটবীজ ও ১২ কেজি রাসায়নিক সার দেওয়া হয়।
ধামরাই উপজেলা, উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা আতিকুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে সার ও পাটবীজ বিতরণ এর কার্যক্রম উদ্ভোধন করেন ধামরাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মামনুন আহমেদ অনীক।
এই সময় উপস্থিত ছিলেন, ধামরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাফফাত আরা সাঈদ, উপজেলা কৃষি অফিসার জনাব মো: আরিফুর রহমান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো: সাজ্জাদ হোসেন, ঢাকা জেলা পাট উন্নয়ন কর্মকর্তা কৃষিবিদ মোঃ আজিম উল ইসলাম।