Dhaka 2:37 pm, Wednesday, 19 March 2025

চতুর্থ নারী মাস্টার ওয়াদিফা

এশিয়ান জোনাল দাবা চ্যাম্পিয়নশিপ ।

শ্রীলঙ্কার কলম্বোয় এশিয়ান জোনাল দাবা চ্যাম্পিয়নশিপের ওপেন বিভাগে মনন রেজা নীড় ও মহিলা বিভাগে ওয়াদিফা আহমেদ চ্যাম্পিয়ন হয়েছেন। চ্যাম্পিয়ন হয়ে আরও দুটি সুখবর পেয়েছেন ওয়াদিফা। বারই প্রথম বাংলাদেশ এই প্রতিযোগিতায় গ্র্যান্ডমাস্টার ছাড়া অংশগ্রহণ করেছিল। জোনাল দাবা চ্যাম্পিয়নশিপের শুরু থেকেই দারুণ ছন্দে ছিলেন ওয়াদিফা। কখনো এককভাবে আবার কখনো লঙ্কান দাবাড়ু ওশিনির সঙ্গে যৌথভাবে পয়েন্ট টেবিলের শীর্ষে ছিলেন

। নিয়ম অনুযায়ী, এশিয়ান জোনালে ফিদে মাস্টারদের কেউ চ্যাম্পিয়ন হলে সরাসরি মহিলা আন্তর্জাতিক মাস্টার খেতাব মেলে। এ জন্য নর্ম পূরণের শর্ত থাকে না। আবার রেটিংও ২২০০ এর পরিবর্তে ২০০০ হলেই হয়। ওয়াদিফার রেটিং এখন ২০৯১। সেক্ষেত্রে তার মহিলা আন্তর্জাতিক মাস্টার হওয়ার পথে কোনো বাধা রইল না। ১৯৮৫ সালে প্রথম মহিলা আন্তর্জাতিক মাস্টার হয়েছিলেন রাণী হামিদ। এরপর দাবার এই খেতাব পান শামীমা সুলতানা লিজা। দেশের তৃতীয় আন্তর্জাতিক মহিলা মাস্টার হিসেবে এই তালিকায় নাম লেখান শিরিন সুলতানা। বাংলাদেশের প্রথম তিনজন নারী মহিলা আন্তর্জাতিক মাস্টার গ্র্যান্ডমাস্টার হতে পারেননি সেই অভাব ঘুচতে চান দশম শ্রেণির শিক্ষার্থী ওয়াদিফা আহমেদ। তিনি বলেন,‘আমার প্রাথমিক লক্ষ্য দেশের প্রথম মহিলা গ্র্যান্ডমাস্টার হওয়া। এর পরের লক্ষ্য গ্র্যান্ডমাস্টার। আমি লক্ষ্যপূরণে শতভাগ চেষ্টা করবো।’ মহিলা গ্র্যান্ডমাস্টার হতে হলে ২৪০০ রেটিং ও তিনটি মহিলা গ্র্যান্ডমাস্টার নর্ম প্রয়োজন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বিনামূল্যে ব্রেকিং নিউজ পেতে ok ক্লিক করুন OK .

চতুর্থ নারী মাস্টার ওয়াদিফা

Update Time : 11:11:44 am, Wednesday, 19 March 2025

শ্রীলঙ্কার কলম্বোয় এশিয়ান জোনাল দাবা চ্যাম্পিয়নশিপের ওপেন বিভাগে মনন রেজা নীড় ও মহিলা বিভাগে ওয়াদিফা আহমেদ চ্যাম্পিয়ন হয়েছেন। চ্যাম্পিয়ন হয়ে আরও দুটি সুখবর পেয়েছেন ওয়াদিফা। বারই প্রথম বাংলাদেশ এই প্রতিযোগিতায় গ্র্যান্ডমাস্টার ছাড়া অংশগ্রহণ করেছিল। জোনাল দাবা চ্যাম্পিয়নশিপের শুরু থেকেই দারুণ ছন্দে ছিলেন ওয়াদিফা। কখনো এককভাবে আবার কখনো লঙ্কান দাবাড়ু ওশিনির সঙ্গে যৌথভাবে পয়েন্ট টেবিলের শীর্ষে ছিলেন

। নিয়ম অনুযায়ী, এশিয়ান জোনালে ফিদে মাস্টারদের কেউ চ্যাম্পিয়ন হলে সরাসরি মহিলা আন্তর্জাতিক মাস্টার খেতাব মেলে। এ জন্য নর্ম পূরণের শর্ত থাকে না। আবার রেটিংও ২২০০ এর পরিবর্তে ২০০০ হলেই হয়। ওয়াদিফার রেটিং এখন ২০৯১। সেক্ষেত্রে তার মহিলা আন্তর্জাতিক মাস্টার হওয়ার পথে কোনো বাধা রইল না। ১৯৮৫ সালে প্রথম মহিলা আন্তর্জাতিক মাস্টার হয়েছিলেন রাণী হামিদ। এরপর দাবার এই খেতাব পান শামীমা সুলতানা লিজা। দেশের তৃতীয় আন্তর্জাতিক মহিলা মাস্টার হিসেবে এই তালিকায় নাম লেখান শিরিন সুলতানা। বাংলাদেশের প্রথম তিনজন নারী মহিলা আন্তর্জাতিক মাস্টার গ্র্যান্ডমাস্টার হতে পারেননি সেই অভাব ঘুচতে চান দশম শ্রেণির শিক্ষার্থী ওয়াদিফা আহমেদ। তিনি বলেন,‘আমার প্রাথমিক লক্ষ্য দেশের প্রথম মহিলা গ্র্যান্ডমাস্টার হওয়া। এর পরের লক্ষ্য গ্র্যান্ডমাস্টার। আমি লক্ষ্যপূরণে শতভাগ চেষ্টা করবো।’ মহিলা গ্র্যান্ডমাস্টার হতে হলে ২৪০০ রেটিং ও তিনটি মহিলা গ্র্যান্ডমাস্টার নর্ম প্রয়োজন।