Dhaka 2:17 am, Tuesday, 25 March 2025

চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সুযোগ না পাওয়া

চ্যাম্পিয়ন্স ট্রফির দলে জায়গা হয়নি ।

বহুবার বহু সাক্ষাৎকারে এই কথাটা সাকিব আল হাসান জানিয়েছেন, ‘আমি চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে আমার আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানতে চাই।’ তবে শেষ পর্যন্ত তার সেই প্রত্যাশা পূরণ হয়নি। চ্যাম্পিয়ন্স ট্রফির দলে জায়গা হয়নি দেশসেরা এই অলরাউন্ডারের। যেখানে কারণ হিসেবে সামনে এসেছে সাকিবের বোলিং নিষেধাজ্ঞার বিষয়টি। ব্যাটার সাকিবকে দলে রাখায় আগ্রহ ছিল না বোর্ডের।

চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণার আগে সাকিবের সঙ্গে কতটা কথা হয়েছে বোর্ডের। বোর্ড যেভাবে বিষয়টিকে পরিচালনা করেছে তাকে কি খুশি সাকিব। এবার এ বিষয়ে মুখ খুলেছেন সদ্য বোলিং নিষেধাজ্ঞা মুক্ত হওয়া সাকিব। ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজে যেখানে বিসিবির দিকে অভিযোগের আঙুল তুলেছেন তিনি।চ্যাম্পিয়ন্স ট্রফির দলে খেলতে না পেরে বোর্ডের প্রতি তার কোনো অভিযোগ আছে কিনা; সেই প্রশ্নে সাকিব জানিয়েছেন, ‘দেখুন, আমার কোনও অভিযোগ নেই। তবে যদি সেই ক্ষেত্রে যোগাযোগ আরও ভালো হতো, তাহলে আমি আরও খুশি হতাম।’রাজনৈতিক পটপরিবর্তনের কারণে, দেশে বিদায়ী টেস্ট খেলতে পারেননি সাকিব। এরপর বোলিং নিষেধাজ্ঞায় পড়েন। যে নিষেধাজ্ঞা এখন কেটে যাওয়ায় কিছুটা স্বস্তিতে আছেন তিনি। তবে চ্যাম্পিয়ন্স ট্রফির আগেই সেই নিষেধাজ্ঞা কাটিয়ে দেশের হয়ে মাঠে নামতে চেয়েছিলেন তিনি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপডেট সংবাদ
বিনামূল্যে ব্রেকিং নিউজ পেতে ok ক্লিক করুন OK .

চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সুযোগ না পাওয়া

Update Time : 11:13:44 am, Sunday, 23 March 2025

বহুবার বহু সাক্ষাৎকারে এই কথাটা সাকিব আল হাসান জানিয়েছেন, ‘আমি চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে আমার আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানতে চাই।’ তবে শেষ পর্যন্ত তার সেই প্রত্যাশা পূরণ হয়নি। চ্যাম্পিয়ন্স ট্রফির দলে জায়গা হয়নি দেশসেরা এই অলরাউন্ডারের। যেখানে কারণ হিসেবে সামনে এসেছে সাকিবের বোলিং নিষেধাজ্ঞার বিষয়টি। ব্যাটার সাকিবকে দলে রাখায় আগ্রহ ছিল না বোর্ডের।

চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণার আগে সাকিবের সঙ্গে কতটা কথা হয়েছে বোর্ডের। বোর্ড যেভাবে বিষয়টিকে পরিচালনা করেছে তাকে কি খুশি সাকিব। এবার এ বিষয়ে মুখ খুলেছেন সদ্য বোলিং নিষেধাজ্ঞা মুক্ত হওয়া সাকিব। ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজে যেখানে বিসিবির দিকে অভিযোগের আঙুল তুলেছেন তিনি।চ্যাম্পিয়ন্স ট্রফির দলে খেলতে না পেরে বোর্ডের প্রতি তার কোনো অভিযোগ আছে কিনা; সেই প্রশ্নে সাকিব জানিয়েছেন, ‘দেখুন, আমার কোনও অভিযোগ নেই। তবে যদি সেই ক্ষেত্রে যোগাযোগ আরও ভালো হতো, তাহলে আমি আরও খুশি হতাম।’রাজনৈতিক পটপরিবর্তনের কারণে, দেশে বিদায়ী টেস্ট খেলতে পারেননি সাকিব। এরপর বোলিং নিষেধাজ্ঞায় পড়েন। যে নিষেধাজ্ঞা এখন কেটে যাওয়ায় কিছুটা স্বস্তিতে আছেন তিনি। তবে চ্যাম্পিয়ন্স ট্রফির আগেই সেই নিষেধাজ্ঞা কাটিয়ে দেশের হয়ে মাঠে নামতে চেয়েছিলেন তিনি।