Dhaka 5:32 pm, Saturday, 29 March 2025

ঈদ হোক সবার জন্য

সিয়াম সাধনার পর দুয়ারে দাঁড়িয়ে পবিত্র ঈদুল ফিতর।

এক মাস সিয়াম সাধনার পর দুয়ারে দাঁড়িয়ে পবিত্র ঈদুল ফিতর। ঘরে ঘরে চলছে ঈদের তোড়জোড়। কেনাকাটা, ঘর সাজানো, রান্নার আয়োজন নিয়ে ব্যস্ত সবাই। আর যারা ঈদে গ্রামের বাড়ি যাবেন, তাদের আনন্দ আর প্রস্তুতি আরও বেশি। রোজার ঈদে সাধারণত কেনাকাটা হয় অনেক বেশি- পরিবার, আত্মীয়-স্বজন সবার জন্য। ‘স্বপ্ন যাবে বাড়ি আমার’- গানের সুর গুনগুন করে বাজছে সবার মনে। যান্ত্রিক এ জীবনে আমরা সবাই বছরজুড়ে ব্যস্ত থাকায় আত্মীয়-পরিজনদের সঙ্গে তেমন যোগাযোগ থাকে না। তাই ঈদটা হয় বিশাল এক মিলনমেলা।

যারা গ্রামে যাবেন তারা অনেকে গরীব প্রতিবেশী বা আত্মীয়ের জন্য কেনাকাটা করে থাকেন। শুধু গ্রামে না, শহরেও আমাদের আশপাশে এমন অনেক দরিদ্র শ্রেণি আছে, যারা ঈদের পোশাক তো দূরের কথা, সেমাইটুকুও কিনতে পারে না। প্রায় প্রতিটি বাসাতেই গৃহপরিচারিকা থাকে। তাদের জন্য শাড়ি আর সামান্য বখশিশ বরাদ্দ থাকলেও, তার পরিবারের জন্য আর কিছু থাকে না। অথচ নিজেরা অনেক দাম দিয়ে ঈদ পোশাক কিনছি। তাকে পোশাক দেয়ার সঙ্গে তার বাচ্চাদেরও যদি পোশাক দিতে পারি। সঙ্গে খাওয়ার জন্য সেমাই, দুধ, চিনি, পোলাওর চাল, মুরগি ইত্যাদি সামর্থ্যমত দিতে পারি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপডেট সংবাদ
বিনামূল্যে ব্রেকিং নিউজ পেতে ok ক্লিক করুন OK .

ঈদ হোক সবার জন্য

Update Time : 01:40:32 pm, Wednesday, 26 March 2025

এক মাস সিয়াম সাধনার পর দুয়ারে দাঁড়িয়ে পবিত্র ঈদুল ফিতর। ঘরে ঘরে চলছে ঈদের তোড়জোড়। কেনাকাটা, ঘর সাজানো, রান্নার আয়োজন নিয়ে ব্যস্ত সবাই। আর যারা ঈদে গ্রামের বাড়ি যাবেন, তাদের আনন্দ আর প্রস্তুতি আরও বেশি। রোজার ঈদে সাধারণত কেনাকাটা হয় অনেক বেশি- পরিবার, আত্মীয়-স্বজন সবার জন্য। ‘স্বপ্ন যাবে বাড়ি আমার’- গানের সুর গুনগুন করে বাজছে সবার মনে। যান্ত্রিক এ জীবনে আমরা সবাই বছরজুড়ে ব্যস্ত থাকায় আত্মীয়-পরিজনদের সঙ্গে তেমন যোগাযোগ থাকে না। তাই ঈদটা হয় বিশাল এক মিলনমেলা।

যারা গ্রামে যাবেন তারা অনেকে গরীব প্রতিবেশী বা আত্মীয়ের জন্য কেনাকাটা করে থাকেন। শুধু গ্রামে না, শহরেও আমাদের আশপাশে এমন অনেক দরিদ্র শ্রেণি আছে, যারা ঈদের পোশাক তো দূরের কথা, সেমাইটুকুও কিনতে পারে না। প্রায় প্রতিটি বাসাতেই গৃহপরিচারিকা থাকে। তাদের জন্য শাড়ি আর সামান্য বখশিশ বরাদ্দ থাকলেও, তার পরিবারের জন্য আর কিছু থাকে না। অথচ নিজেরা অনেক দাম দিয়ে ঈদ পোশাক কিনছি। তাকে পোশাক দেয়ার সঙ্গে তার বাচ্চাদেরও যদি পোশাক দিতে পারি। সঙ্গে খাওয়ার জন্য সেমাই, দুধ, চিনি, পোলাওর চাল, মুরগি ইত্যাদি সামর্থ্যমত দিতে পারি।