
নিষেধাজ্ঞা উপেক্ষা করে বঙ্গোপসাগর ও সুন্দরবনের বিভিন্ন নদী ও খালে অবৈধভাবে প্রবেশ করে একটি চক্র পারশে মাছের পোনা নিধন করছে বলে অভিযোগ উঠেছে। এ চক্রের ১০ জেলেকে এরইমধ্যে আটক করেছে বন বিভাগ।
বৃহস্পতিবার রাতে পশুর নদী সংলগ্ন বগুরা খাল এলাকায় বন বিভাগের দুটি ক্যাম্পের বনরক্ষীরা যৌথ অভিযান চালিয়ে তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে ৫০ হাজার পারশে মাছের পোনা জব্দ করা হয়। পূর্ব সুন্দরবনের ঢাংমারী ফরেস্ট স্টেশনের অফিসার (এসও) সুরজিৎ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন।
আটককৃত জেলেদের সবার বাড়ি খুলনা জেলার দাকোপ থানার বিভিন্ন এলাকায়।
আটক ১০ জেলেকে সিওআর (কম্পাউন্ড অফেন্স রিপোর্ট) মামলার মাধ্যমে অর্থদণ্ড ও মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়। পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) কাজী মুহাম্মদ নুরুল করিম বলেন, সুন্দরবনের অভ্যন্তরে কোথাও পারশে পোনা ধরার অনুমতি দেওয়া হয় না। কেউ আইন অমান্য করে বেআইনিভাবে মাছের পোনা শিকার করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।