
চাঁদপুর পৌর শহরে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার তৈরী, বিএসটিআই আইন লঙ্ঘন করায় মেসার্স মধু ফুড এন্ড অভিজাত কনফেকশনারী ও মেসার্স মির্জা সুইট এন্ড বেকারি মালিককে ৩০ হাজার টাকা অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।বৃহস্পতিবার (২২ মে) দুপুর ১২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চাঁদপুর জেলা প্রশাসন ও বিএসটিআই কুমিল্লা জেলা অফিসের যৌথ উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা এবং মোঃ নাজমুস শাহাদাত ফাহিম।সন্ধ্যায় বিএসটিআই কুমিল্লা জেলা অফিস থেকে এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়।
প্রাপ্ত তথ্যে জানাগেছে, চাঁদপুর পৌর শহরের স্বর্ণখোলা রোডে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে বিস্কুট, ব্রেড ও কেক পণ্য উৎপাদন এবং মানসম্মত গ্রহণ ব্যতীত বিস্কুট পণ্যের মোড়কে স্ট্যান্ডার্ড মার্ক (মান চিহ্ন) ব্যবহারের অপরাধে মেসার্স মধু ফুড এন্ড অভিজাত কনফেকশনারী মালিককে বিএসটিআই আইনে ২৫ হাজার টাকা এবং স্টেডিয়াম রোডে মোড়কজাত নিবন্ধন সনদ গ্রহণ ব্যতীত পণ্য বিক্রয়ের অপরাধ মেসার্স মির্জা সুইট এন্ড বেকারি মালিককে ৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই কুমিল্লা অফিসের ফিল্ড অফিসার (সিএম) মো আমিনুল ইসলাম শাকিল এবং পরিদর্শক (মেট্টোলজি) মো. হাফিজুর রহমান।জনস্বার্থে এধরনের মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।