Dhaka 10:44 pm, Monday, 17 March 2025

মার্কিন রণতরীতে ইয়েমেনের যোদ্ধাদের ক্ষেপণাস্ত্র হামলা

ইউএসএস হ্যারি ট্রুম্যানে হামলা চালানোর দাবি করেছে হুতির।

ইয়েমেনে মার্কিন হামলার বিপরীতে যুক্তরাষ্ট্রের ইউএসএস হ্যারি এস ট্রুম্যান বিমানবাহী রণতরীতে হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা। গোষ্ঠীটি বলছে, যুদ্ধজাহাজটিকে লক্ষ্য করে ১৮টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছোড়া হয়। হামলার মুখে জাহাজটি ইয়েমেনের জলসীমা থেকে সরে যেতে বাধ্য হয়েছে।সোমবার (১৭ মার্চ) এক সংবাদ সম্মেলনে সশস্ত্র গোষ্ঠীটির মুখপাত্র ইয়াহিয়া সারে এসব তথ্য জানিয়েছেন। তারা দাবি করেছে, গত ২৪ ঘণ্টায় দুইবার হুতি বিদ্রোহীদের হামলার শিকার হয়েছে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজটি। তবে রণতরীতে হুতি হামলার বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি যুক্তরাষ্ট্র।

এর আগে শনিবার রাতে ইয়েমেনে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালায় যুক্তরাষ্ট্র। ইউএসএস হ্যারি এস ট্রুম্যান থেকেই ইয়েমেনের বেশ কয়েকটি শহর লক্ষ্য করে হামলা চালানো হয়। এতে নারী ও শিশুসহ অন্তত ৫৩ জন নিহত হয়েছে। ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে হামলা অব্যাহত রাখার ঘোষণাও দেয়া হয়।

রোববার ইউএসএস হ্যারি ট্রুম্যান লক্ষ্য করে পাল্টা হামলা চালানোর দাবি করে হুতিরা। তবে তা অস্বীকার করে মার্কিন সেনাবাহিনী। মার্কিন কর্মকর্তারা জানিয়েছিলেন, হুতিদের ছোড়া প্রায় ১১টি ড্রোন ভূ-পাতিত করা হয়েছে। যুদ্ধজাহাজটিতে একটি ড্রোনও আঘাত হানতে পারেনি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বিনামূল্যে ব্রেকিং নিউজ পেতে ok ক্লিক করুন OK .

মার্কিন রণতরীতে ইয়েমেনের যোদ্ধাদের ক্ষেপণাস্ত্র হামলা

Update Time : 03:16:32 pm, Monday, 17 March 2025

ইয়েমেনে মার্কিন হামলার বিপরীতে যুক্তরাষ্ট্রের ইউএসএস হ্যারি এস ট্রুম্যান বিমানবাহী রণতরীতে হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা। গোষ্ঠীটি বলছে, যুদ্ধজাহাজটিকে লক্ষ্য করে ১৮টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছোড়া হয়। হামলার মুখে জাহাজটি ইয়েমেনের জলসীমা থেকে সরে যেতে বাধ্য হয়েছে।সোমবার (১৭ মার্চ) এক সংবাদ সম্মেলনে সশস্ত্র গোষ্ঠীটির মুখপাত্র ইয়াহিয়া সারে এসব তথ্য জানিয়েছেন। তারা দাবি করেছে, গত ২৪ ঘণ্টায় দুইবার হুতি বিদ্রোহীদের হামলার শিকার হয়েছে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজটি। তবে রণতরীতে হুতি হামলার বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি যুক্তরাষ্ট্র।

এর আগে শনিবার রাতে ইয়েমেনে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালায় যুক্তরাষ্ট্র। ইউএসএস হ্যারি এস ট্রুম্যান থেকেই ইয়েমেনের বেশ কয়েকটি শহর লক্ষ্য করে হামলা চালানো হয়। এতে নারী ও শিশুসহ অন্তত ৫৩ জন নিহত হয়েছে। ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে হামলা অব্যাহত রাখার ঘোষণাও দেয়া হয়।

রোববার ইউএসএস হ্যারি ট্রুম্যান লক্ষ্য করে পাল্টা হামলা চালানোর দাবি করে হুতিরা। তবে তা অস্বীকার করে মার্কিন সেনাবাহিনী। মার্কিন কর্মকর্তারা জানিয়েছিলেন, হুতিদের ছোড়া প্রায় ১১টি ড্রোন ভূ-পাতিত করা হয়েছে। যুদ্ধজাহাজটিতে একটি ড্রোনও আঘাত হানতে পারেনি।