
নেশন্স লিগের প্রথম আসরের চ্যাম্পিয়ন পর্তুগাল এবং দ্বিতীয় আসরের চ্যাম্পিয়ন ফ্রান্স। তবে চতুর্থ আসরে এসে কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়ার শঙ্কায় সাবেক দুই চ্যাম্পিয়ন। শিরোপার জয়ের দৌড়ে টিকে থাকতে হলে এই দুই দলকে দিতে হবে কঠিন পরীক্ষা। এর আগে উয়েফা নেশন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগের ম্যাচে মাঠে নামে পর্তুগাল এবং ডেনমার্ক।
সেই ম্যাচে ১-০ গোলে পিছিয়ে পড়ে পর্তুগাল। গ্রুপ পর্বের ম্যাচে স্কোয়াডে ছিলেন না ক্রিশ্চিয়ানো রোনালদো। ফিরেছেন কোয়ার্টার ফাইনালে। নিজেদের সবচেয়ে বড় তারকার ফেরার ম্যাচে তিক্ত হারের স্বাদ পেল পর্তুগাল। তবে শিরোপা জয়ের দৌড়ে থাকতে পর্তুগিজদের নজর এখন দ্বিতীয় লেগের ম্যাচে। আজ বাংলাদেশ সময় রাত ১টা ৪৫ মিনিটে নিজেদের ঘরের মাঠ এস্তাদিও হোসে আলভালাদে স্টেডিয়ামে ডেনমার্কের বিপক্ষে মাঠে নামবে পর্তুগাল। প্রথম লেগের ম্যাচে নিজের নামের পাশে সুবিচার করতে না পারলেও দ্বিতীয় লেগে সবার নজর থাকবে ক্রিশ্চিয়ানো রোনালদোর দিকে। নিজের সেরাটা দিকে দলকে সেমিতে খেলার টিকিট এনে দিতে পারে কি না সেটাই এখন দেখার বিষয়। সেই সঙ্গে নিজের ক্যারিয়ারের দ্বিতীয় আন্তর্জাতিক শিরোপা ছোঁয়ার দৌড়ে আরো একধাপ এগোতে পারে কি না, সেটাই এখন দেখার বিষয়।অন্যদিকে পর্তুগালের মতো প্রথম লেগে হতাশাকে সঙ্গী করে বাড়ি ফিরেছে ফরাসিরা। স্বাগতিক ক্রোয়েশিয়ার কাছে ২-০ গোলে হেরেছে সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা।