
রাঙামাটির বাঘাইছড়িতে শ্রমিকদলে কমিটির নেতাদের ব্যানার লাগানোকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এতে তিনজন আহত হয়েছে বলে জানায় বাঘাইছড়ির থানা পুলিশ। সোমবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর উপজেলার চৌমুনী এলাকায় এই ঘটনা ঘটে।আহতরা হলেন- উপজেলা শ্রমিক দলের নেতা গোলাম মোস্তফা ও উপজেলা কৃষক দলের সভাপতি আমান উল্লাহ নাম জানা গেছে।আহতদের মধ্যে দুইজনকে খাগড়াছড়িতে উন্নত চিকিৎসার জন্য প্রেরন করা হয়েছে বলে জানান পৌর বিএনপির সভাপতি নিজাম ইদ্দিন বাবু। তিনি আরও বলেন, জেলা থেকে শ্রমিক দলের দুটি কমিটি দেয়া হয়। এই কমিটিকে কেন্দ্র করে এই সমস্যা।বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির জানান, আমি সন্ধ্যায় উপজেলার চৌমুনি এলাকায় ছিলাম। হঠাৎ চিল্লাচিল্লি শুনে সেখান গিযে দেখি দুই গ্রুপের মধ্যে মারামারি হচ্ছে। পুলিশ দুই পক্ষকে বিতাড়িত করার কারণে ঘটনা বড় হয় নি। উপজেলায় আতিরিক্ত পুলিশ মোতায়েন করা রয়েছে।