
গাইবান্ধা সদর উপজেলায় মলম পার্টির এক নারী সদস্যকে আটক করেছে স্থানীয়রা। শুক্রবার (২১ মার্চ) উপজেলার দারিয়াপুর তেতুলতলা এলাকার পুরাতন গরুহাটি সংলগ্ন এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানা যায়নি।স্থানীয়রা জানায়, অভিযুক্ত নারী এক অটোরিকশা চালককে যাত্রীবেশে থামান এবং কৌশলে বলেন, একটু ফোনে কথা বলো। এরপর চালকের কানে ফোনটি ধরিয়ে দেন। কিছু সময় পর চালক অস্বাভাবিকভাবে ঘামতে শুরু করেন এবং শারীরিক দুর্বলতা অনুভব করেন। তখন চালক দ্রুত বিষয়টি বুঝতে পেরে চিৎকার দেন। তার চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে সহায়তা করেন এবং সন্দেহভাজন নারীকে আটক করেন। পরে গাইবান্ধা সদর থানার পুলিশ ঘটনাস্থলে এসে তাকে হেফাজতে নেয়।গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম তালুকদার জানান, অভিযুক্ত নারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। তার সঙ্গে কোনো সংঘবদ্ধ চক্র জড়িত আছে কি না, সেটি খতিয়ে দেখা হচ্ছে।