Dhaka 9:19 am, Saturday, 15 March 2025

বাজারে নতুন ম্যাক্সি স্কুটার আনল ইয়ামাহা

জাপানের বিখ্যাত টু হুইলার নির্মাতা প্রতিষ্ঠান ইয়ামাহা ৫৬০ সিসির স্কুটার আনল। মডেল ইয়ামাহা টিম্যাক্স ৫৬০, এটি একটি ম্যাক্সি স্কুটার। অ্যাডভেঞ্চার মোটরসাইকেলের মতো ক্ষমতা রয়েছে এতে। জাপানে এই স্কুটারের বেশ নামডাক রয়েছে। ইউরোপ, অস্ট্রেলিয়াতে বিক্রি হয় ইয়ামাহার দারুণ ম্যাক্সি ডিজাইনের স্কুটার টি ম্যাক্স ৫৬০। সম্প্রতি আন্তর্জাতিক বাজারে এসেছে এই স্কুটারের ২০২৪ এডিশন। রূপে-গুণে চমকপ্রদ এই টু হুইলার নতুন অবতারে লঞ্চ হয়েছে বাজারে। নতুন টিএফটি কালার ডিসপ্লে যোগ করেছে ইয়ামাহা। এ ছাড়াও আরও অনেক ফিচার্স পাওয়া যাবে এই ম্যাক্সি স্কুটারে।

আরও পড়ুন:বাজারে এলো হোন্ডার নতুন ফায়ারব্লেড

ট্র্যাকশন কন্ট্রোল, ফুল কালার টিএফটি ডিসপ্লে, ক্রুজ কন্ট্রোল, কি-লেস ইগনিশন, নেভিগেশন সিস্টেমসহ একাধিক সুবিধা রয়েছে স্কুটিতে। যে কারণে এটি হয়ে উঠেছে একদম পারফেক্ট অ্যাডভেঞ্চার স্কুটার। পাহাড় হোক জঙ্গল দাপিয়ে বেড়াবে অনায়াসে। কারণ শুধু স্মার্ট ফিচার্স নয়, রয়েছে শক্তিশালী ইঞ্জিন।

৫৬০ সিসি টুইন সিলিন্ডার লিকুইড কুল্ড ইঞ্জিন রয়েছে এই স্কুটারে। যা সর্বোচ্চ ৪৭ হর্সপাওয়ার শক্তি তৈরি করতে পারে। ডিস্ক ব্রেক ও অ্যান্টি লক ব্রেকিংও পাবেন যা চালকের নিরাপত্তা নিশ্চিত করবে। হাইওয়ে দিয়ে চালানোর সময় দারুণ পারফরম্যান্স দিতে সক্ষম এই স্কুটার। বেশ আরামদায়কও। প্রচুর আন্ডার সিট স্টোরেজ পাবেন। যেখানে অ্যাডভেঞ্চারের জিনিসপত্র বহন করতে পারবেন। পিলিওন রাইডারের ক্ষেত্রে বেশ আরামদায়ক সিট রয়েছে বলে দাবি ইয়ামাহার।

One thought on “বাজারে নতুন ম্যাক্সি স্কুটার আনল ইয়ামাহা

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বিনামূল্যে ব্রেকিং নিউজ পেতে ok ক্লিক করুন OK .

বাজারে নতুন ম্যাক্সি স্কুটার আনল ইয়ামাহা

Update Time : 03:09:19 pm, Wednesday, 13 March 2024

জাপানের বিখ্যাত টু হুইলার নির্মাতা প্রতিষ্ঠান ইয়ামাহা ৫৬০ সিসির স্কুটার আনল। মডেল ইয়ামাহা টিম্যাক্স ৫৬০, এটি একটি ম্যাক্সি স্কুটার। অ্যাডভেঞ্চার মোটরসাইকেলের মতো ক্ষমতা রয়েছে এতে। জাপানে এই স্কুটারের বেশ নামডাক রয়েছে। ইউরোপ, অস্ট্রেলিয়াতে বিক্রি হয় ইয়ামাহার দারুণ ম্যাক্সি ডিজাইনের স্কুটার টি ম্যাক্স ৫৬০। সম্প্রতি আন্তর্জাতিক বাজারে এসেছে এই স্কুটারের ২০২৪ এডিশন। রূপে-গুণে চমকপ্রদ এই টু হুইলার নতুন অবতারে লঞ্চ হয়েছে বাজারে। নতুন টিএফটি কালার ডিসপ্লে যোগ করেছে ইয়ামাহা। এ ছাড়াও আরও অনেক ফিচার্স পাওয়া যাবে এই ম্যাক্সি স্কুটারে।

আরও পড়ুন:বাজারে এলো হোন্ডার নতুন ফায়ারব্লেড

ট্র্যাকশন কন্ট্রোল, ফুল কালার টিএফটি ডিসপ্লে, ক্রুজ কন্ট্রোল, কি-লেস ইগনিশন, নেভিগেশন সিস্টেমসহ একাধিক সুবিধা রয়েছে স্কুটিতে। যে কারণে এটি হয়ে উঠেছে একদম পারফেক্ট অ্যাডভেঞ্চার স্কুটার। পাহাড় হোক জঙ্গল দাপিয়ে বেড়াবে অনায়াসে। কারণ শুধু স্মার্ট ফিচার্স নয়, রয়েছে শক্তিশালী ইঞ্জিন।

৫৬০ সিসি টুইন সিলিন্ডার লিকুইড কুল্ড ইঞ্জিন রয়েছে এই স্কুটারে। যা সর্বোচ্চ ৪৭ হর্সপাওয়ার শক্তি তৈরি করতে পারে। ডিস্ক ব্রেক ও অ্যান্টি লক ব্রেকিংও পাবেন যা চালকের নিরাপত্তা নিশ্চিত করবে। হাইওয়ে দিয়ে চালানোর সময় দারুণ পারফরম্যান্স দিতে সক্ষম এই স্কুটার। বেশ আরামদায়কও। প্রচুর আন্ডার সিট স্টোরেজ পাবেন। যেখানে অ্যাডভেঞ্চারের জিনিসপত্র বহন করতে পারবেন। পিলিওন রাইডারের ক্ষেত্রে বেশ আরামদায়ক সিট রয়েছে বলে দাবি ইয়ামাহার।