
আইসিসির বৈশ্বিক টুর্নামেন্টে ভারত গেল কয়েক আসর ধরেই ভালো পারফরম করে যাচ্ছে। প্রায় প্রতি টুর্নামেন্টেই তাদের থাকে শক্তিশালী দল। তাতে গ্রুপ পর্ব পেরিয়ে ফাইনালে পর্যন্তও খেলার যোগ্যতা অর্জন করে ফেলে। সবশেষ চ্যাম্পিয়ন ট্রফি (২০১৭), ওয়ানডে বিশ্বকাপ (২০২৩) কিংবা টি-টোয়েন্টি বিশ্বকাপ (২০২৪) প্রতিটি আসরেই ফাইনালিস্ট হিসেবে ছিল ভারত। এবারও চলমান চ্যাম্পিয়নস ট্রফিতে দলটি উঠেছে শিরোপা নির্ধারণী ম্যাচে। আজ মাঠে নামবে শিরোপার ফেবারিট হয়েই।
তবে হয়তো তাদের ভাবনাটা যেন এখন অন্য জায়গায় আটকে রয়েছে। সেটা হল ‘রোববার’। আজ রোববার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে শিরোপা নির্ধারণী ম্যাচে মাঠে নামবে ভারত। আর এই ম্যাচে তাদের শিরোপা জয়ের পাশাপাশি একটি সংকটও কাটানোর লক্ষ্য থাকবে। কারণ রোববারে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচগুলো ভারতের জন্য বরাবরই এক অশুভ সংকেত। বিগত সময়ের পরিসংখ্যান বলছে, রোববারের ফাইনালে বারবার হোঁচট খেয়েছে ভারত। আসন্ন ফাইনাল ম্যাচের আগে তাই সমর্থকদের মনে তৈরি হয়েছে দুশ্চিন্তা। এই রোববারও কি ভারত ব্যর্থতার সেই একই বৃত্তে আটকে পড়বে? স্বাভাবিকভাবে শুধু সমর্থক নয় দলের মনেও হয়তো চলছে একই চিন্তা। কেননা সবশেষ ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে ঘরের মাঠে উড়ন্ত ভারত শিরোপা হারিয়েছিল এমন এক রোববারের ফাইনালেই। – ২০০০ সালের চ্যাম্পিয়নস ট্রফির ফাইনাল ভারতের এই রোববার ‘ফাঁড়া’ শুরু হয়েছিল ২০০০ সালের চ্যাম্পিয়নস ট্রফির ফাইনাল থেকে। ১৫ অক্টোবর (রোববার) ম্যাচ ছিল।