
বরিশালে বারি সূর্যমুখী-৩ এবং বারি বেগুন-১২’র উৎপাদন কৌশল বিষয়ক মাঠ দিবস হয়েছে। সোমবার বাবুগঞ্জের রহমতপুরে আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রে (আরএআরএস) মাঠ দিবস হয়। এতে প্রধান অতিথি ছিলেন বরিশালের বিভাগীয় কমিশনার মো. রায়হান কাওছার।
আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. মোস্তাফিজুর রহমান তালুকদারের সভাপতিত্বে । অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক ড. মোহাম্মদ নজরুল ইসলাম শিকদার, আরএআরএস’র প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. গোলাম কিবরিয়া এবং পার্টনার প্রকল্পের ডেপুটি প্রোগ্রাম ডিরেক্টর (বারি অংগ) ড. মো. ফারুক হোসেন। মাঠ দিবসে পার্টনার প্রকল্পের আওতাভুক্ত বরিশাল এবং ঝালকাঠির ৬ উপজেলার ৮০ জন কৃষক অংশগ্রহণ করেন।
প্রধান অতিথির বক্তৃতায় বরিশালের বিভাগীয় কমিশনার মো. রায়হান কাওছার বলেন, নারীর মাধ্যমে কৃষির গোড়াপত্তন। পরে মুখ্য ভূমিকা চলে আসে পুরুষের হাতে। তবে আজকের মাঠ দিবসে নারীদের উপস্থিতি দেখে ভালোই লাগছে। এভাবে নারী-পুরুষের অংশগ্রহণে কৃষি আরো এগিয়ে যাবে। তিনি বলেন, ধাননির্ভর কৃষি না হয়ে এর পাশাপাশি সূর্যমুখী, বেগুনসহ বিভিন্ন্ ফসলের আবাদ বাড়ানো দরকার। তাহলেই দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হবে। এতে কৃষকরাও লাভবান হবেন।