
ফেনীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর শফিকুর রহমান বলেছেন, ফ্যাসিবাদ বাংলাদেশ থেকে বিদায় নিয়েছে। সীমাহীন ত্যাগের বিনিময়ে পরিবর্তন পেয়েছি। শহীদদের পরিবার হাহাকার করছে। এখন প্রয়োজন তাদের পাশে দাঁড়ানো। আহতদের চিকিৎসা নিশ্চিত করা। আমাদের উচিত শহীদদের রক্তের প্রতি সম্মান দেখানো। ভাগবাটোয়ারা করা নয়, ক্রেডিট দেখানো নয়।
গতকাল বিকালে ফেনী শহরের একটি গণমিলনায়তনে ২৪’র গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের সঙ্গে মতবিনিময় সভায় এমন মন্তব্য করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী আমীর ডা. শফিকুর রহমান। ডা. শফিকুর রহমান বলেন, শুধু জামায়াত ইসলাম করার কারণে আমাদের হত্যা করা হয়েছে। নেতাদের গুম ও নির্যাতন করা হয়েছে। অফিস ও দোকানপাট ভাঙচুর করা হয়েছে। শেষে আমাদের রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে। এত কিছু করেও আমাদের দমিয়ে রাখতে পারেনি হাসিনা সরকার। এখন অনেকেই আবার আমাদের সমালোচনা শুরু করেছেন। আমাদের ধর্য্যের পরীক্ষা নিবেন না, ধর্য্যের পরীক্ষা নিলে আবার বিস্ফোরিত হবে।
মতবিনিময় অনুষ্ঠানে শহীদ পরিবার ও আহতদের হাতে উপহার তুলে দেন জামায়াতের আমীর। অনুষ্ঠানে ইসলামী সংগীত পরিবেশন করা হয়। এ সময় পুরো সভাস্থল দলীয় স্লোগানে স্লোগানে মুখর ছিল। এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে ফেনীর পরশুরামের সীমান্তবর্তী বল্লামুখা বাঁধ পরিদর্শন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।