Dhaka 6:57 am, Sunday, 18 May 2025

ফারাক্কা বাঁধ এলাকায় ভারতীয় বাহিনীর সামরিক মহড়া

ভারতীয় বাহিনীর সামরিক মহড়া

পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার ফারাক্কা বাঁধ প্রকল্পসংলগ্ন এলাকায় যৌথ সামরিক মহড়া চালিয়েছে ভারতীয় বাহিনী। শুক্রবার (১৬ মে) অনুষ্ঠিত এ মহড়ায় অংশ নেয় ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ), সিআইএসএফ, রাজ্য পুলিশ, গোয়েন্দা সংস্থা, ফারাক্কা ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ও স্বাস্থ্য বিভাগের একটি বড় দল।

ফারাক্কা ব্যারেজ সংলগ্ন সেতু ও রেললাইন উত্তর ও দক্ষিণবঙ্গের মধ্যে স্থলপথে সংযোগের একমাত্র পথ হওয়ায় এই স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ গুরুত্ব দিয়ে এই ‘মক ড্রিল’ বা কৃত্রিম মহড়ার আয়োজন করা হয়।

মহড়ায় ব্যারেজে কোনো সন্ত্রাসী বা অপ্রীতিকর ঘটনা ঘটলে কীভাবে নিরাপত্তা বাহিনী এবং সাধারণ জনগণ প্রতিক্রিয়া জানাবে তা অনুশীলন করা হয়।

ফারাক্কা ব্যারাজের দায়িত্বপ্রাপ্ত সিআইএসএফ কমান্ডেন্ট মুকেশ কুমার জানান, “বর্তমান পরিস্থিতিতে সীমান্তের পাশাপাশি দেশের ভেতরেও বিপদের আশঙ্কা রয়েছে। তাই মাল্টি এজেন্সির সমন্বয়ে এই মহড়া পরিচালিত হয়েছে যাতে সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় প্রস্তুতি গ্রহণ করা যায় এবং ঘাটতিগুলো চিহ্নিত করে সংশোধন করা যায়।”

সম্প্রতি জলপাইগুড়ির তিস্তা ফায়ারিং রেঞ্জে ‘তিস্তা প্রহার’ নামে একটি বড়সড় অস্ত্র মহড়াও চালায় ভারতীয় সেনাবাহিনী, যেখানে মর্টার, শেল, হেলিকপ্টার এবং ড্রোন ব্যবহারের কৌশল প্রদর্শন করা হয়।

বিশেষজ্ঞদের মতে, ফারাক্কা ব্যারাজ কৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্থাপনা হওয়ায় অভ্যন্তরীণ নিরাপত্তা জোরদারে ভারত এ ধরনের মহড়াকে অগ্রাধিকার দিচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বিনামূল্যে ব্রেকিং নিউজ পেতে ok ক্লিক করুন OK .

ফারাক্কা বাঁধ এলাকায় ভারতীয় বাহিনীর সামরিক মহড়া

Update Time : 05:00:49 pm, Saturday, 17 May 2025

পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার ফারাক্কা বাঁধ প্রকল্পসংলগ্ন এলাকায় যৌথ সামরিক মহড়া চালিয়েছে ভারতীয় বাহিনী। শুক্রবার (১৬ মে) অনুষ্ঠিত এ মহড়ায় অংশ নেয় ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ), সিআইএসএফ, রাজ্য পুলিশ, গোয়েন্দা সংস্থা, ফারাক্কা ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ও স্বাস্থ্য বিভাগের একটি বড় দল।

ফারাক্কা ব্যারেজ সংলগ্ন সেতু ও রেললাইন উত্তর ও দক্ষিণবঙ্গের মধ্যে স্থলপথে সংযোগের একমাত্র পথ হওয়ায় এই স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ গুরুত্ব দিয়ে এই ‘মক ড্রিল’ বা কৃত্রিম মহড়ার আয়োজন করা হয়।

মহড়ায় ব্যারেজে কোনো সন্ত্রাসী বা অপ্রীতিকর ঘটনা ঘটলে কীভাবে নিরাপত্তা বাহিনী এবং সাধারণ জনগণ প্রতিক্রিয়া জানাবে তা অনুশীলন করা হয়।

ফারাক্কা ব্যারাজের দায়িত্বপ্রাপ্ত সিআইএসএফ কমান্ডেন্ট মুকেশ কুমার জানান, “বর্তমান পরিস্থিতিতে সীমান্তের পাশাপাশি দেশের ভেতরেও বিপদের আশঙ্কা রয়েছে। তাই মাল্টি এজেন্সির সমন্বয়ে এই মহড়া পরিচালিত হয়েছে যাতে সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় প্রস্তুতি গ্রহণ করা যায় এবং ঘাটতিগুলো চিহ্নিত করে সংশোধন করা যায়।”

সম্প্রতি জলপাইগুড়ির তিস্তা ফায়ারিং রেঞ্জে ‘তিস্তা প্রহার’ নামে একটি বড়সড় অস্ত্র মহড়াও চালায় ভারতীয় সেনাবাহিনী, যেখানে মর্টার, শেল, হেলিকপ্টার এবং ড্রোন ব্যবহারের কৌশল প্রদর্শন করা হয়।

বিশেষজ্ঞদের মতে, ফারাক্কা ব্যারাজ কৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্থাপনা হওয়ায় অভ্যন্তরীণ নিরাপত্তা জোরদারে ভারত এ ধরনের মহড়াকে অগ্রাধিকার দিচ্ছে।