
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) জাতীয় কবি কাজী নজরুল ইসলাম আবাসিক হল থেকে এক ভুয়া শিক্ষার্থীকে আটক করেছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। গতকাল বুধবার (৫ মার্চ) দিনগত রাতে এ ঘটনা ঘটে। আটক ব্যক্তির নাম আবু হুরাইরা রাব্বি (২২)। তিনি সিরাজগঞ্জের মিরপুর গ্রামের বাসিন্দা।
জানা গেছে, হলের ২১৩ নম্বর কক্ষে অবস্থানকালে শিক্ষার্থীরা আবু হুরাইরা রাব্বির পরিচয় নিয়ে সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদ করে এবং প্রক্টোরিয়াল টিমকে খবর দেন। প্রক্টরিয়াল টিম ঘটনাস্থলে পৌঁছে তাকে জিজ্ঞাসাবাদ করে। এ সময় তার কাছ থেকে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের একটি নকল আইডি কার্ড উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের একপর্যায়ে আবু হুরাইরা রাব্বি স্বীকার করেন, তিনি নিজেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএর শিক্ষার্থী পরিচয় দিয়ে বিভিন্নজন, এমনকি তার পরিবারের সদস্যদেরও বিভ্রান্ত করেছেন। এ ছাড়া ভর্তির মৌসুমে তিনি এর আগেও সাত থেকে আট দিন হলে অবস্থান করেছিলেন, তখন তিনি এক শিক্ষার্থীর আত্মীয় পরিচয় দিয়েছিলেন। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ভুয়া আইডি কার্ডের বিষয়ে জানতে চাইলে আবু হুরাইরা রাব্বি বলেন, ‘আমি শুধু মজার ছলে এটি বানিয়েছি, অন্য কোনো উদ্দেশ্য ছিল না। আমি শুধু রাতটা কাটানোর জন্য জাবিতে এসেছিলাম, কোনো খারাপ উদ্দেশ্য ছিল না।’