
সন্ধ্যায় ইডেন গার্ডেনসে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) উদ্বোধনী অনুষ্ঠান। পর্দা ওঠা দিনে রাত ৮টায় লড়বে বর্তমান চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স ও রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এর মধ্যেই শুক্রবার সন্ধ্যায় শহরে এসে পড়েছেন বলিউডের বাদশাহ শাহরুখ খান। এদিন কড়া নিরাপত্তাবেষ্টনীর মধ্য দিয়ে কলকাতা বিমানবন্দরে নামেন বাদশাহ। তার সঙ্গে দেখা মেলে ম্যানেজার পূজা দাদলানির।এদিকে আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে অভিনেত্রী প্রিয়াংকা চোপড়ার উপস্থিতির খবর ছড়িয়ে পড়তেই তৈরি হয়েছে নানান জল্পনা। যদিও বলিপাড়ায় কিং খান সম্পর্কে প্রায় কোনো কেচ্ছা-ই শোনা যায় না। একপ্রকার নিষ্কলঙ্ক ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবন তার। তবে একসময় শাহরুখ-প্রিয়াংকার সম্পর্ক নিয়ে বলিপড়ায় নানান গুঞ্জন ছড়িয়েছিল। সে কথা কারোরই অজানা নয়।প্রিয়াংকা এখন মার্কিন মুলুকের বাসিন্দা। নিক জোনাসকে বিয়ে করে সুখেই ঘরকন্না করছেন। বলিপাড়ায় একসময় সেভাবে কাজ না পেয়ে পিগি চপস ক্যারিয়ারও গড়েছিলেন হলিউডেই। তবে খোদ কিং খানের সঙ্গে যার নাম জড়িয়েছিল, সেই প্রিয়াংকার আইপিএল উদ্বোধনী অনুষ্ঠানে থাকার খবরে তাই চর্চা তো হবেই। দীর্ঘ ২০ বছরে আর মুখোমুখি হতে দেখা যায়নি শাহরুখ-প্রিয়াংকাকে।