
গাজীপুরের শ্রীপুরে ঝুট ব্যবসায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ককটেল বিস্ফোরণ ও গুলির ঘটনা ঘটেছে। এ সময় কারখানার সূতাবাহী কভার্ডভ্যানে আগুন ধরিয়ে দেয়া হয়। আগুনে গাড়ির সামনের অংশ পুড়ে যায়। শনিবার (১৫ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার ধনুয়া বড়চালা মাদরাসা মোড় এলাকায় এ ঘটনা ঘটে। কাভার্ডভ্যানের চালক মো. জাহিদুল ইসলাম জানান, গাজীপুরের শ্রীপুরে ধনুয়া নগর হাওলা এলাকার ফর্মুলা ১ স্পিনিং মিল থেকে সূতাবোঝাই করে কাভার্ডভ্যান নিয়ে অন্য একটি কারখানায় নিয়ে যাওয়া হচ্ছিল। ধনুয়া বড় চালা মাদরাসা মোড় পার হওয়ার পরপরই হঠাৎ করে ৫-৬টি মোটরসাইকেলে করে মুখ বাঁধা অবস্থায় ১০ থেকে ১২ জন দুর্বৃত্ত গাড়ির গতিরোধ করে রামদা দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। তাদের মধ্যে একজন গাড়িতে পেট্রোল ঢেলে দিয়ে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণ ও ফাঁকা গুলি করা হয়।এলাকাবাসী জানায়, ওই কারখানার ঝুট মালামাল নিয়ে স্থানীয় বিএনপির দুই গ্রুপের মধ্যে বিরোধ চলছিল।শ্রীপুর মডেল থানার কর্মকর্তা (ওসি ) মো. জয়নাল আবেদীন মণ্ডল বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থল পরিদর্শন করেছি। আশপাশে সিসি ক্যামেরার ফুটেজে দেখে এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে।