
বাংলাদেশ ব্যাংক আজ আনুষ্ঠানিকভাবে বাজারভিত্তিক এক্সচেঞ্জ রেট চালুর ঘোষণা দিয়েছে। এখন থেকে মার্কিন ডলারের বিনিময় হার নির্ধারিত হবে বাজারের চাহিদা ও যোগানের ভিত্তিতে, যা দেশের বৈদেশিক মুদ্রাবাজারে একটি বড় পরিবর্তন হিসেবে বিবেচিত হচ্ছে।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেন, “আমরা এমন একটি পর্যায়ে পৌঁছেছি, যেখানে ডলারের বিনিময় হার পুরোপুরি বাজার নির্ধারিত করার জন্য প্রস্তুত। এতে বাজারে ডলারের সংকট থাকবে না। যদি কোনো বড় আন্তর্জাতিক পেমেন্ট প্রয়োজন হয়, বাংলাদেশ ব্যাংক সহযোগিতা করবে।”
তিনি সতর্ক করে বলেন, “কিছু অসাধু প্রতিষ্ঠান বাজারকে অস্থির করার চেষ্টা করতে পারে, তবে বাংলাদেশ ব্যাংক এর মোকাবেলায় সক্ষম। আমাদের প্রয়োজন ছিল প্রস্তুতির—এখন আমরা প্রস্তুত।”
গভর্নর আরও জানান, এডিবি, ওয়ার্ল্ড ব্যাংক, জাইকা এবং চীন বাংলাদেশের পাশে আছে। আইএমএফের ১.৩ বিলিয়ন ডলার ঋণ ছাড় হলে জুন মাসের মধ্যে সব আন্তর্জাতিক সহায়তা পাওয়া যাবে। তিনি বলেন, “বাংলাদেশের এক্সচেঞ্জ রেট বাংলাদেশের মাটিতেই নির্ধারিত হবে। অযৌক্তিক দামে ডলার কেনার দরকার নেই, বাজারে যথেষ্ট ডলার রয়েছে।”
লাভ ও প্রভিশন সংক্রান্ত বিষয়ে ড. মনসুর বলেন, “আমরা বলেছি, প্রভিশন সংরক্ষণ না করে কেউ এক টাকাও লভ্যাংশ দিতে পারবে না। আগে এটি বাস্তবায়ন সম্ভব হয়নি, এবার তা কার্যকর করেছি।”
তিনি আরও যোগ করেন, প্রয়োজনে দুর্বল ব্যাংক মার্জার কিংবা অবসায়নের আওতায় আনা হবে, এবং অনিয়ম ধরা পড়লে সংশ্লিষ্ট ব্যাংকের বোর্ড বাতিল করা হবে।