
জনগণই পুলিশের মূল শক্তি। সেবার মাধ্যমে সেই আস্থা ফিরিয়ে আনতে চাই বলে জানিয়েছেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক। রোববার (১১ মে) সকালে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। তিনি জানান, ঢাকার প্রতিটি থানা, ফাঁড়ি ও সার্কেল অফিসকে রোল মডেল হিসেবে গড়ে তোলা হবে, যাতে সাধারণ মানুষ সহজেই ন্যায়বিচার ও পুলিশি সেবা পেতে পারেন।
সেগুনবাগিচায় ঢাকা রেঞ্জ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিআইজি বলেন, ‘প্রত্যেক থানায় অভিযোগ বাক্স স্থাপন করা হবে। সেবা কার্যক্রম মনিটরিং করব আমি নিজেই। সিসিটিভি স্থাপন করা হয়েছে সেবার স্বচ্ছতা নিশ্চিত করতে। তিনি আরও জানান, ঢাকা রেঞ্জের ৯৮টি থানায় নাগরিক সেবার মানোন্নয়নে নিরবচ্ছিন্ন তদারকি চালানো হবে। ‘ঢাকার সব থানা হবে জনগণের। এখান থেকে সেবা গ্রহণে কেউ বঞ্চিত হবেন না।