
মিরপুরে কোনাবাড়ি পাইকারি কাঁচাবাজারের সামনে সড়ক দখল করে থাকা ভাসমান দোকান উচ্ছেদ করেছে পুলিশ। বুধবার (৩০ এপ্রিল) সকালে দারুস সালাম ট্রাফিক বিভাগ এই উচ্ছেদ অভিযান পরিচালনা করে। এ সময় সঙ্গে ছিলো পুলিশ ও সেনা বাহিনীর সদস্যরা। পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, বাজারটির ভেতর খালি জায়গা থাকা স্বত্বেও সামনের সড়ক দখল করে কাঁচামাল কেনা বেচা করে আসছিলো ব্যবসায়ীরা। এছাড়া বিপরীত পাশে পাইকারি ফল মার্কেট ও কাঁচামাল পরিবহনে ব্যবহৃত ট্রাক ও ভ্যান সড়কটির বেশিরভাগ অংশ দখল করে রেখেছিলো।
তারা আরও জানান, গাবতলি, মিরপুর থেকে বেড়িবাঁধে ওঠার এই গুরুত্বপূর্ণ রাস্তাটি পার হয়ে সময় লাগতো দীর্ঘক্ষণ। কয়েক সপ্তাহ ধরে ব্যবসায়ীদের বলার পরও তারা সড়কেই ব্যবসা করে আসছিলো। বিগত সরকারের সময় থেকে রাজনৈতিক ছত্রছায়ায় দখল বাণিজ্য চলছিলো। তাই আজ তাদের সড়ক থেকে তুলে দেয়া হয়েছে।
এর পরবর্তীতে মালামাল জব্দসহ আটক করার হুশিয়ারি দেন ট্রাফিকের ঊর্ধ্বতন কর্মকর্তারা। ট্রাফিক পুলিশের দখল উচ্ছেদে খুশি স্থানীয় ও এই পথে চলাচলকারীরা।