Dhaka 6:08 am, Friday, 23 May 2025

দুর্দান্ত আয়োজনে ইত্যাদি

‘ইত্যাদি সবসময়ই দর্শকদের প্রথম

এ কথা বলার অপেক্ষা রাখে না যে ঈদের সময় ‘ইত্যাদি’ সবসময়ই দর্শকদের প্রথম পছন্দের তালিকায় থাকে। কবে কখন প্রচার হবে সেটা দর্শকরা নিজ দায়িত্বেই জেনে নেন এবং যথাসময়ে উপস্থিত থাকার চেষ্টা করেন টিভি সেটের সামনে। বিটিভিতে ‘ইত্যাদি’ প্রচারিত হচ্ছে যুগ যুগ ধরে এবং ঈদের পরদিন পরিবারের সবাই মিলে টিভিতে ঈদের ‘ইত্যাদি’ দেখেন। যেহেতু ইত্যাদি’র দর্শকদের অধিকাংশই প্রথম প্রচারের দিনই টিভিতে ‘ইত্যাদি’ দেখেন, ফলে তারা আর ইউটিউবে দেখেন না। এ লেখা যখন লিখছি তখন অর্থাএবারো পরিবেশনা-চিত্রায়ণে-গায়কীতে ছিল বৈচিত্র্য।

অভিনেতা-অভিনেত্রীদের দিয়ে গান গাওয়ানোর যে নতুন আঙ্গিক তা গেলবারের মতো এবারো সবার নজর কেড়েছে। হানিফ সংকেতের নির্বাচনে দুই অভিনয়শিল্পী জান্নাতুল সুমাইয়া হিমি ও সিয়াম আহমেদ অসাধারণ গেয়েছেন। ইত্যাদিতে হানিফ সংকেত তারকা অভিনয়শিল্পীদের দিয়ে সুরে সুরে অভিনয় করান। এবার অনলাইনের অপব্যবহার নিয়ে দর্শকপ্রিয় তিন দম্পতি শহীদুজ্জামান সেলিম-রোজী সিদ্দিকী, ইন্তেখাব দিনার-বিজরী বরকতউল্লাহ, এফ এস নাঈম-নাদিয়া আহমেদ চমৎকার অভিনয় করেছেন এই পর্বে। ভালো লেগেছে ফজলুর রহমান বাবু ও মোমেনা চৌধুরী অভিনীত ‘পারি না আর পারি না’-গানের মাধ্যমে বাজারমূল্য, যানজট নিয়ে অসাধারণ স্যাটায়ার সংগীত। ভালো লেগেছে তৌসিফ মাহবুব ও শবনম বুবলীর সঙ্গে দলীয় নৃত্যে বিবেকবোধ জাগ্রত করার আহ্বানের বিষয়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বিনামূল্যে ব্রেকিং নিউজ পেতে ok ক্লিক করুন OK .

দুর্দান্ত আয়োজনে ইত্যাদি

Update Time : 11:57:38 am, Tuesday, 8 April 2025

এ কথা বলার অপেক্ষা রাখে না যে ঈদের সময় ‘ইত্যাদি’ সবসময়ই দর্শকদের প্রথম পছন্দের তালিকায় থাকে। কবে কখন প্রচার হবে সেটা দর্শকরা নিজ দায়িত্বেই জেনে নেন এবং যথাসময়ে উপস্থিত থাকার চেষ্টা করেন টিভি সেটের সামনে। বিটিভিতে ‘ইত্যাদি’ প্রচারিত হচ্ছে যুগ যুগ ধরে এবং ঈদের পরদিন পরিবারের সবাই মিলে টিভিতে ঈদের ‘ইত্যাদি’ দেখেন। যেহেতু ইত্যাদি’র দর্শকদের অধিকাংশই প্রথম প্রচারের দিনই টিভিতে ‘ইত্যাদি’ দেখেন, ফলে তারা আর ইউটিউবে দেখেন না। এ লেখা যখন লিখছি তখন অর্থাএবারো পরিবেশনা-চিত্রায়ণে-গায়কীতে ছিল বৈচিত্র্য।

অভিনেতা-অভিনেত্রীদের দিয়ে গান গাওয়ানোর যে নতুন আঙ্গিক তা গেলবারের মতো এবারো সবার নজর কেড়েছে। হানিফ সংকেতের নির্বাচনে দুই অভিনয়শিল্পী জান্নাতুল সুমাইয়া হিমি ও সিয়াম আহমেদ অসাধারণ গেয়েছেন। ইত্যাদিতে হানিফ সংকেত তারকা অভিনয়শিল্পীদের দিয়ে সুরে সুরে অভিনয় করান। এবার অনলাইনের অপব্যবহার নিয়ে দর্শকপ্রিয় তিন দম্পতি শহীদুজ্জামান সেলিম-রোজী সিদ্দিকী, ইন্তেখাব দিনার-বিজরী বরকতউল্লাহ, এফ এস নাঈম-নাদিয়া আহমেদ চমৎকার অভিনয় করেছেন এই পর্বে। ভালো লেগেছে ফজলুর রহমান বাবু ও মোমেনা চৌধুরী অভিনীত ‘পারি না আর পারি না’-গানের মাধ্যমে বাজারমূল্য, যানজট নিয়ে অসাধারণ স্যাটায়ার সংগীত। ভালো লেগেছে তৌসিফ মাহবুব ও শবনম বুবলীর সঙ্গে দলীয় নৃত্যে বিবেকবোধ জাগ্রত করার আহ্বানের বিষয়।