Dhaka 5:32 am, Sunday, 30 March 2025

পৃথিবী ঘেঁষে পেরিয়ে গেল পিরামিডের সমান বিশাল গ্রহাণু

পৃথিবী ঘেঁষে পেরিয়ে গেল পিরামিডের সমান বিশাল গ্রহাণু

প্রায়শই বিভিন্ন গ্রহাণু পৃথিবীর খুব কাছ দিয়ে চলে যেতে শোনা যায়। এবার মিশরের গিজা পিরামিডের আকারের বিশাল এক গ্রহাণু পৃথিবীর খুব কাছ দিয়ে পার হয়েছে। বুধবার (২৬ মার্চ) ‘২০২৪ টিএন১৭’ নামের গ্রহাণুাটি পৃথিবী ঘেঁষে চলে গেছে।এদিন গ্রহাণুটি বাংলাদেশ সময়  বিকেল ৫টা ৩৪ মিনিটে প্রায় ৩০ লাখ মাইল দূর থেকে পৃথিবীকে পাশ কাটিয়ে গেছে। গ্রহাণুটির ব্যাস প্রায় ৫৪০ ফুট, যেখানে মিসরের গিজার পিরামিডের উচ্চতা ৪৪৯ ফুট। পৃথিবীর পাশ কাটিয়ে যাওয়ার সময় গ্রহাণুটির গতি ছিল ঘণ্টায় ৪৮ হাজার মাইলের বেশি, যা শব্দের গতির থেকে ৬০ গুণ বেশি।এর আগে নাসা সতর্ক করে বলেছিল, ‘সম্ভাব্য বিপজ্জনক’ গ্রহাণুটি বুধবার পৃথিবী ঘেঁষে পার হবে। গত ১০০ বছরেরও বেশি সময় ধরে পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী গ্রহাণু হবে এটি।

বিজ্ঞানীদের তথ্যমতে, যদি কোনো গ্রহাণু পৃথিবীর ৪৬ লাখ ৫০ হাজার মাইলের মধ্যে চলে আসে এবং ব্যাস ১৪০ মিটারের বেশি হয়, তখন সেটিকে সম্ভাব্য বিপজ্জনক আখ্যা দেওয়া হয়। ২০২৪ টিএন১৭ গ্রহাণুটি নাসার বিপজ্জনক তালিকায় আসার দুটি শর্তই পূরণ করেছে। এ বিষয়ে যুক্তরাজ্যের রিডিং বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী জেমস ও’ডোনোগু জানিয়েছেন, ২০২৪ টিএন১৭ বেশ বড় গ্রহাণু। একটি বড় শহরকে ধ্বংস করার জন্য যথেষ্ট বড়। নাসা জানিয়েছে, ১৪০ মিটার ব্যাসের চেয়ে বড় প্রায় ১১ হাজারের মতো গ্রহাণু রয়েছে, যেগুলো মাঝেমধ্যেই পৃথিবীর কাছাকাছি চলে আসে। ১১ বছর আগে ২০২৪ টিএন১৭ গ্রহাণুটি আবিষ্কার করেন বিজ্ঞানীরা। বিজ্ঞানীদের তথ্যমতে, গ্রহাণুটি উপবৃত্তাকার কক্ষপথে ঘুরে ১ হাজার ২৪০ দিনে একবার সূর্যকে প্রদক্ষিণ করছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপডেট সংবাদ
বিনামূল্যে ব্রেকিং নিউজ পেতে ok ক্লিক করুন OK .

পৃথিবী ঘেঁষে পেরিয়ে গেল পিরামিডের সমান বিশাল গ্রহাণু

Update Time : 10:42:44 pm, Wednesday, 26 March 2025

প্রায়শই বিভিন্ন গ্রহাণু পৃথিবীর খুব কাছ দিয়ে চলে যেতে শোনা যায়। এবার মিশরের গিজা পিরামিডের আকারের বিশাল এক গ্রহাণু পৃথিবীর খুব কাছ দিয়ে পার হয়েছে। বুধবার (২৬ মার্চ) ‘২০২৪ টিএন১৭’ নামের গ্রহাণুাটি পৃথিবী ঘেঁষে চলে গেছে।এদিন গ্রহাণুটি বাংলাদেশ সময়  বিকেল ৫টা ৩৪ মিনিটে প্রায় ৩০ লাখ মাইল দূর থেকে পৃথিবীকে পাশ কাটিয়ে গেছে। গ্রহাণুটির ব্যাস প্রায় ৫৪০ ফুট, যেখানে মিসরের গিজার পিরামিডের উচ্চতা ৪৪৯ ফুট। পৃথিবীর পাশ কাটিয়ে যাওয়ার সময় গ্রহাণুটির গতি ছিল ঘণ্টায় ৪৮ হাজার মাইলের বেশি, যা শব্দের গতির থেকে ৬০ গুণ বেশি।এর আগে নাসা সতর্ক করে বলেছিল, ‘সম্ভাব্য বিপজ্জনক’ গ্রহাণুটি বুধবার পৃথিবী ঘেঁষে পার হবে। গত ১০০ বছরেরও বেশি সময় ধরে পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী গ্রহাণু হবে এটি।

বিজ্ঞানীদের তথ্যমতে, যদি কোনো গ্রহাণু পৃথিবীর ৪৬ লাখ ৫০ হাজার মাইলের মধ্যে চলে আসে এবং ব্যাস ১৪০ মিটারের বেশি হয়, তখন সেটিকে সম্ভাব্য বিপজ্জনক আখ্যা দেওয়া হয়। ২০২৪ টিএন১৭ গ্রহাণুটি নাসার বিপজ্জনক তালিকায় আসার দুটি শর্তই পূরণ করেছে। এ বিষয়ে যুক্তরাজ্যের রিডিং বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী জেমস ও’ডোনোগু জানিয়েছেন, ২০২৪ টিএন১৭ বেশ বড় গ্রহাণু। একটি বড় শহরকে ধ্বংস করার জন্য যথেষ্ট বড়। নাসা জানিয়েছে, ১৪০ মিটার ব্যাসের চেয়ে বড় প্রায় ১১ হাজারের মতো গ্রহাণু রয়েছে, যেগুলো মাঝেমধ্যেই পৃথিবীর কাছাকাছি চলে আসে। ১১ বছর আগে ২০২৪ টিএন১৭ গ্রহাণুটি আবিষ্কার করেন বিজ্ঞানীরা। বিজ্ঞানীদের তথ্যমতে, গ্রহাণুটি উপবৃত্তাকার কক্ষপথে ঘুরে ১ হাজার ২৪০ দিনে একবার সূর্যকে প্রদক্ষিণ করছে।