
বর্তমান সময়ের অন্যতম আলোচিত তরুণ নির্মাতা রায়হান রাফি। ইতোমধ্যে বেশ কয়েকটি চলচ্চিত্র দিয়ে দর্শকদের আস্থার প্রতীক হয়ে উঠেছেন। এবার এই নির্মাতা ঢাকাই চলচ্চিত্রের নাম্বার ওয়ান নায়ক শাকিব খানকে নিয়ে নির্মাণ করতে যাচ্ছেন নতুন চলচ্চিত্র ‘তুফান’। ছবিটির নায়ক চূড়ান্ত হলেও এতদিন কে হচ্ছে নায়িকা, তা নিয়ে চলছিল নানান আলোচনা। অবশেষে অপেক্ষার অবসান হলো। জানা গেল তুফান সিনেমার দুই নায়িকার নাম। ছবিটিতে শাকিবের সঙ্গে জুটি বাঁধবেন টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী এবং বাংলাদেশের আয়নাবাজি খ্যাত অভিনেত্রী নাবিলা। গণমাধ্যমকে খবরটি নিশ্চিত করেছে নির্মাতা ও প্রযোজনা প্রতিষ্ঠান চরকি।
আরো পড়ুন:নিপুণকে ফিরিয়ে দিলেন শাকিব
শাকিবের সঙ্গে অভিনয় প্রসঙ্গে মিমি বলেন, বাংলাদেশে আমার প্রায় যাওয়া হয়। কখনও কাজে কখনও বা ঘুরতে। সেখানে কাজ করাটা আমার জন্য সবসময় আনন্দের। বাংলাদেশের সুপারস্টার শাকিব খানের সঙ্গে এটাই আমার প্রথম সিনেমা হতে যাচ্ছে। দুই দেশের তিনটি প্রযোজনা প্রতিষ্ঠান এক হয়েছে এই সিনেমার মধ্যে দিয়ে। সব মিলিয়ে আমি দারুণ এক্সসাইটেড। দর্শকও দুর্দান্ত কিছু পেতে যাচ্ছে।
আরো পড়ুন:শাকিবের ‘রাজকুমার’ সিনেমায় ‘ক্যামিও’ চরিত্রে মাহি
অন্যদিকে এ ছবির মাধ্যমে দীর্ঘ বিরতির পর বড়পর্দায় ফিরবেন নাবিলা। তিনি বলেন, একরকমের আনন্দ তো কাজ করছেই। এতদিন পর বড় পর্দায় ফেরার একটা উত্তেজনাও আছে। এখন শুটিং শেষ করে দর্শক পর্যন্ত পৌঁছানোর প্রক্রিয়া ভালোভাবে শেষ হলে তবেই আমরা সার্থক।