
সামাজিক মাধ্যমে তুমুল আলোচিত-সমালোচিত জায়েদ খান। তাকে আরও তুঙ্গে তুলে দিয়েছে তার ডিগবাজি। জায়েদও সুযোগটি কাজে লাগান। সুযোগ পেলেই ডিগবাজি দিয়ে বসেন। তবে বিষয়টি অনেকে ভালো চোখে দেখেন না। এবার এ নিয়ে মন্তব্য করলেন কণ্ঠশিল্পী পারভেজ। সম্প্রতি নিজের ফেসবুকে পারভেজ লিখেছেন, সংগীতের পাশাপাশি ডিগবাজি শিল্পচর্চা শুরু করব কিনা ভাবছি। কী বলেন সবাই?’ সঙ্গে জুড়ে দিয়েছেন চিত্রনায়ক জায়েদ খানের একটি ছবি!’
আরো পড়ুন:বিয়ে করে হানিমুনে জায়েদ খান
বিষয়টি নিয়ে সংবাদমাধ্যমকে পারভেজ বলেন, আসলে যে অবস্থা ইন্ডাস্ট্রির, এখানে নতুন গান গাইব, রিলিজ করব নাকি বিভিন্ন কৌশলে বিনোদন দিয়ে জনপ্রিয়তা অর্জন করব সেটা নিয়ে ভাবছি। আমি যেমন একজন সংগীতশিল্পী হিসেবে পরিচিত। জায়েদ খানও একজন অভিনয়শিল্পী হিসেবে পরিচিত। কিন্তু কোনো কারণে তিনি মজা করে একটা ডিগবাজি খেয়েছেন। এখন তার সেই ডিগবাজি আলোচিত এবং ভাইরাল। আমার প্রশ্নটা সকলের প্রতি।
আরো পড়ুন:জায়েদ খানকে বিয়ে করা প্রসঙ্গে যা বললেন সায়ন্তিকা
প্রসঙ্গত, দেড় দশকের বেশি সময় ধরে সংগীতে আছেন পারভেজ। একাধিক জনপ্রিয় অ্যালবাম রয়েছে তার। সিনেমায় করেছেন প্লেব্যাক। সেখানেও পেয়েছেন সফলতা।
2 thoughts on “জায়েদ খানের ডিগবাজি নিয়ে যা বললেন কণ্ঠশিল্পী পারভেজ”