
ঝড়ের কবলে পড়েছে চিত্রনায়ক ওমর সানীর রেস্তোরাঁ ‘চাপওয়ালা’। শনিবার (২৩ মার্চ) রাজধানীতে রাতের আকস্মিক ঝড়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে রেস্তোরাঁটি। রোববার (২৪ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিজেই জানিয়েছেন এই নায়ক। ফেসবুকে ওমর সানী লিখেছেন, গতকাল রাতে ঘূর্ণিঝড়ে আমাদের চাপওয়ালা রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার সাভার প্রচণ্ড ক্ষতিগ্রস্ত হয়। আল্লাহর হুকুমে হয়েছে, আমি আল্লাহর হুকুমকে আলহামদুলিল্লাহ বলব। আপনারা সবাই দোয়া করবেন যেন এই ক্ষতি সারিয়ে ফেলতে পারি।
আরো পড়ুন:মৌসুমীকে নিয়ে গুঞ্জন, যা বললেন ওমর সানী
জানা গেছে, শনিবার রাতের ঝড়ের কবলে পড়ে সাভারের ‘চাপওয়ালা রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার’ ঝড়ে লণ্ডভণ্ড হয়ে যায়। এ প্রসঙ্গে চিত্রনায়ক বলেন, সাভারের উলাইলে মধুমতি টাইলস ফ্যাক্টরির উল্টাপাশেই আমার চাপওয়ালা রেস্টুরেন্টটি অবস্থিত। সেখানে অল্প কিছুদিনের মধ্যে চাপওয়ালা মানসম্পন্ন খাবার পরিবেশন করে বেশ সাড়া ফেলেছে। কিন্তু ২৩ মার্চ গভীর রাতে সবাই বাসায় চলে আসার পর প্রচণ্ড ঝড়ে চাপওয়ালার বাইরের সাইনবোর্ডসহ আনুষঙ্গিক অন্যান্য জিনিস এবং কাঁচ ভেঙে যায়। তাতে চাপওয়ালার বাইরের ডেকোরেশন ক্ষতিগ্রস্ত হয়।
আরো পড়ুন:মুক্তির অনুমতি পেল ‘ডেডবডি’
চিত্রনায়ক আরও বলেন, এই ঝড়ে ব্যবসায়িকভাবে বেশ ক্ষতিগ্রস্ত হয়েছি আমি। প্রকৃতির ওপর তো কারও হাত নেই। এটা মেনে নিয়েই আমাদের বাঁচতে হবে, এগিয়ে যেতে হবে। কিন্তু মানুষের মন তো, তাই মনটা ভীষণ খারাপ হয়ে গেছে। কারণ দিনরাত অনেক শ্রম দিয়ে চাপওয়ালা দাঁড় করানোর চেষ্টা করছি। এই প্রাকৃতিক দুর্যোগে আমার অনেক টাকার ক্ষতি হলো।