Dhaka 12:10 am, Monday, 17 March 2025

বাংলাদেশের পর ইংল্যান্ড, ঘরের মাঠে ফের হার পাকিস্তানের

মুলতান টেস্টে ইংল্যান্ডের কাছে ইনিংস ও ৪৭ রানে হার পাকিস্তানের। এর আগে বাংলাদেশের বিরুদ্ধে ঘরের মাঠে ০–২ হেরেছিল পাকিস্তান। এবার ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট হেরে তিন টেস্টের সিরিজে পিছিয়ে উড়ল পাকিস্তান।

ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস পঞ্চম দিন শেষ হয়ে যায় ২২০ রানে। আঘা সলমন (‌৬৩)‌ ও আমির জামিল (‌৫৫ অপরাজিত)‌ ছাড়া কেউ রান পাননি। বাবর আজম করেন মাত্র ৫ রান। অধিনায়ক শান মাসুদের সংগ্রহ ১১। ইংরেজ বোলারদের মধ্যে সফল স্পিনার জ্যাক লিচ। তিনি চার উইকেট পেয়েছেন। দুটি করে উইকেট নিয়েছেন গাস অ্যাটকিনসন ও ব্রাইডন কার্স।

এর আগে পাকিস্তানের ৫৫৬ রানের জবাবে ইংল্যান্ড প্রথম ইনিংসে তুলেছিল ৮২৩/‌৭। জো রুট করেন ২৬২। আর হ্যারি ব্রুক করেন ত্রিশতরান। শেষ পর্যন্ত থামেন ৩১৭ রানে। এছাড়া জ্যাক ক্রলি (‌৭৮)‌, বেন ডাকেট করেন ৮৪।

মুলতান টেস্ট জয়ের পাশাপাশি একাধিক রেকর্ডও গড়েছে এই টেস্টে ইংল্যান্ড। জো রুট একাই একাধিক রেকর্ড গড়েন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বিনামূল্যে ব্রেকিং নিউজ পেতে ok ক্লিক করুন OK .

বাংলাদেশের পর ইংল্যান্ড, ঘরের মাঠে ফের হার পাকিস্তানের

Update Time : 03:41:56 pm, Friday, 11 October 2024

মুলতান টেস্টে ইংল্যান্ডের কাছে ইনিংস ও ৪৭ রানে হার পাকিস্তানের। এর আগে বাংলাদেশের বিরুদ্ধে ঘরের মাঠে ০–২ হেরেছিল পাকিস্তান। এবার ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট হেরে তিন টেস্টের সিরিজে পিছিয়ে উড়ল পাকিস্তান।

ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস পঞ্চম দিন শেষ হয়ে যায় ২২০ রানে। আঘা সলমন (‌৬৩)‌ ও আমির জামিল (‌৫৫ অপরাজিত)‌ ছাড়া কেউ রান পাননি। বাবর আজম করেন মাত্র ৫ রান। অধিনায়ক শান মাসুদের সংগ্রহ ১১। ইংরেজ বোলারদের মধ্যে সফল স্পিনার জ্যাক লিচ। তিনি চার উইকেট পেয়েছেন। দুটি করে উইকেট নিয়েছেন গাস অ্যাটকিনসন ও ব্রাইডন কার্স।

এর আগে পাকিস্তানের ৫৫৬ রানের জবাবে ইংল্যান্ড প্রথম ইনিংসে তুলেছিল ৮২৩/‌৭। জো রুট করেন ২৬২। আর হ্যারি ব্রুক করেন ত্রিশতরান। শেষ পর্যন্ত থামেন ৩১৭ রানে। এছাড়া জ্যাক ক্রলি (‌৭৮)‌, বেন ডাকেট করেন ৮৪।

মুলতান টেস্ট জয়ের পাশাপাশি একাধিক রেকর্ডও গড়েছে এই টেস্টে ইংল্যান্ড। জো রুট একাই একাধিক রেকর্ড গড়েন।