
তারকাখচিত দলে উঠতিদের খুব একটা জায়গা করতে দেখা যায় না। বড়জোর দু-একটা কম গুরুত্বপূর্ণ ম্যাচে দেখা যায় তাদের। একই অবস্থা তরুণ ব্রাজিলিয়ান ফরোয়ার্ড এন্ড্রিকের। যে স্বপ্ন নিয়ে ৮ মাস আগে রিয়াল মাদ্রিদে উড়ে গেছেন, সেসবের কিছুরই এখনও মুখ দেখেননি তিনি। বেশিরভাগ সময়টাই কাটাতে হয় বেঞ্চে। এর প্রভাব পড়ছে জাতীয় দলেও। তাই ২০২৬ বিশ্বকাপে নিজেকে ব্রাজিল স্কোয়াডের বাইরেই দেখছেন এই ১৮ বছর বয়সী ফুটবলার। বিশ্বকাপ বাছাইয়ে কলম্বিয়া ও আর্জেন্টিনার বিপক্ষে প্রথমে দলে জায়গা পাননি এন্ড্রিক।
পরে চোটের থাবায় নেইমার জুনিয়র ছিটকে গেলে তাকে বেছে নেন কোচ দরিভাল জুনিয়র। প্রথম ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে ২-১ গোলে জয়ের দিন পুরোটা সময়ই কাটিয়েছেন বেঞ্চে। এতেই আসন্ন বিশ্বকাপ নিয়ে তার দুর্ভাবনাটা স্বাভাবিকভাবেই বেড়েছে। সম্প্রতি দেশটির কিংবদন্তি ফুটবলার রোমারিওর সঙ্গে এক সাক্ষাৎকারে এন্ড্রিক বলেন, ‘সত্যি বলতে আমার মাথায় এখন অনেকটা সময় জুড়ে যে বিষয়টি ঘুরছে, হয়তো আমি আগামী বিশ্বকাপে দলে থাকব না।’ সেই আলাপচারিতায় রোমারিওর নিজের কথাও মন করিয়ে রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড যোগ করেন, ‘আপনিও (রোমারিও) এমন কঠিন সময়ের মধ্য দিয়ে গেছেন। আমার বাবা আমাকে বলেছিলেন, (১৯৯৮) বিশ্বকাপ দলে আপনি ডাক পাওয়ার আশায় ছিলেন, কিন্তু পাননি। আমারও এই ভয় রয়েছে। কারণ এটি আমার স্বপ্ন। তিনি বলেন, ‘এটি অবশ্যই কঠিন।