
নিজের কৃত্রিম বুদ্ধিমত্তা কোম্পানির কাছে ৩৩ বিলিয়ন ডলারে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স (সাবেক টুইটার) বিক্রি করে দিয়েছেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক।স্থানীয় সময় শুক্রবার (২৮ মার্চ) সন্ধ্যায় মাস্ক ঘোষণা করেন, তার কোম্পানি ‘X’ নিজের কৃত্রিম বুদ্ধিমত্তা কোম্পানি ‘xAI’-এর কাছে বিক্রি করে দিয়েছেন।
২০২২ সালে ইলন মাস্ক ৪৪ বিলিয়ন ডলার দিয়ে টুইটার কিনে নেন। বর্তমানে এক্স-এর ৬০০ মিলিয়ন অর্থাৎ ৬০ কোটি গ্রাহক রয়েছে। এক্সএআই-এর মার্কেট ভ্যালু ৮০ বিলিয়ন ডলার। এক্স-এর মার্কেট ভ্যালু ৩৩ বিলিয়ন ডলার।সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটির ঘাড়ে ১২ বিলিয়ন ডলারের ঋণ রয়েছে, সেটিও এক্সএআই বহন করবে। মাস্ক তার এক্স অ্যাকাউন্টে লিখেছেন, এই চুক্তির ফলে এক্স-এর মূল্যমাল ৩৩ বিলিয়ন ডলার।
মাস্ক এক্স-পোস্টে বলেছেন, এক্সএআই এবং এক্স-এর ভবিষ্যৎ একে অপরের সাথে জড়িত। আজ আমরা আনুষ্ঠানিকভাবে ডেটা, মডেল, গণনা এবং প্রতিভা একত্রিত করার পদক্ষেপ নিচ্ছি। এই সমন্বয় এক্সএআই-এর উন্নত এআই ক্ষমতা এবং দক্ষতাকে এক্স-এর বিশাল আয়ত্তের সঙ্গে মিশ্রিত করে অপরিমেয় সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।মাস্ক এক্স-এ তাৎক্ষণিকভাবে কোনো পরিবর্তনের ঘোষণা দেননি। যদিও xAI-এর Grok চ্যাটবট ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের সঙ্গে একীভূত করা হয়েছে। মাস্ক বলেন, সম্মিলিত প্ল্যাটফর্মটি আরও স্মার্ট এবং অর্থপূর্ণ অভিজ্ঞতা প্রদান করবে। সম্মিলিত এই কোম্পানির মূল্য দাঁড়াবে ৮০ বিলিয়ন বিলিয়ন।২০২২ সালে ‘টুইটার’ নামে পরিচিত প্ল্যাটফর্মটি কেনার পর থেকে মাস্ক বেশ কিছু পরিবর্তন এনেছেন। যার ফলে কিছু বড় বিজ্ঞাপনদাতা সরে যেতে বাধ্য হয়। অধিগ্রহণের কয়েক মাসের মধ্যেই তিনি কোম্পানির ৮০ শতাংশ কর্মী ছাঁটাই করেন। তিনি প্লাটফর্মের মূলনীতিতে ব্যাপক পরিবর্তন আনেন।