
ঈদুল আযাহাকে সামনে রেখে আদমদীঘি পুলিশ কৌশণগত নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। পবিত্র ঈদুল আযাহার সময় কোরবানি পশূ কেনাকাটা নির্বিঘ করতে, উপজেলার সড়কে ছিনতাই.চুরি, মলম পার্টির দৌরাত্ম রোধ. কিশোর গ্যাংয়ের নানা অপরাধ প্রবনতা থেকে নাগরিকদের নিরাপদ করতে আদমদীঘি থানা পুলিশ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও নানা পয়েন্টে পাহাড়ার ব্যবস্থা নিয়েছে।
পবিত্র ঈদুল আযাহা উপলক্ষে রাতে যাতায়াতকারী যানবাহন ও পথচারিদের গতিরোধ করে দুর্বৃত্তরা চুরি, ছিনতাই,ডাকাতি, অজ্ঞান পার্টি, মলম পার্টির তৎপরতা বাড়ে। ফলে মহাসড়ক, সংযোগ ও আঞ্চলিক সড়ক গুলো দিয়ে সন্ধার পর যানবাহন ও পথচারীরা যাতায়াতে নিরাপত্তাহীনতায় পড়েন। আবার ঢাকা সহ দুরের ট্রেন ও বাস যাত্রীরা সড়কে নিরাত্তায় ভোগেন। আসন্ন ঈদুল আযাহাকে সামনে রেখে উপজেলার ৬টি ইউনিয়ন এবং ১টি পৌরসভায় থানা পুলিশের নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে। আদমদীঘি থানার ওসি রাজেশ কুমার জানান, পবিত্র ঈদুল অযাহাকে সামনে রেখে আমরা নানামুখি নিরাপত্তা ব্যবস্থা নিয়েছি। তিনি পুলিশকে সহযোগিতা করার জন্য উপজেলাবাসীকে আহবান জানিয়েছেন।