
শুক্রবার ২৮ মার্চ হিজলা উপজেলার হরিনাথপুর ইউনিয়নের চর আবুপুর এলাকার স্থানীয় মসজিদ মাঠে পবিত্র জুম্মার নামাজ শেষে অসহায় দরিদ্র্য মানুষের মাঝে ঈদ উপহার ঈদ বস্ত্র বিতরণ করেন সমাজকর্মী, আইনজীবী, বিএনপি নেতা সহকারী এ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট এম হেলাল উদ্দিন।
অ্যাডভোকেট এম হেলাল উদ্দিন বলেন চর আবুপুর একটি দুর্গম এলাকা এই এলাকায় আসতে পেরে আমি আনন্দিত। আপানাদের সাথে এটা আমার প্রথম সাক্ষাৎ ইনশাআল্লাহ আমি আপনাদের এলাকায় মাঝে মাঝে আসবো এবং যে কোন প্রয়োজনে আপনাদের পাশে থাকবো। এসময় স্থানীয় বিএনপি নেতারা নদী ভাঙ্গন রোধে সহযোগিতা চাইলে তিনি বলেন ইনশাআল্লাহ আমি চেষ্টা করবো যাতে করে নদী ভাঙ্গন রোধে আপনাদের জন্য কিছু করতে পারি। ঈদ বস্ত্র বিতরণ শেষে স্থানীয় একটি মসজিদ পরিদর্শন করেন ও মসজিদের উন্নয়ন কাজের বিষয়ে কথা বলেন।
উক্ত ঈদ বস্ত্র বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বরিশাল উত্তর জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক জনাব ফারুক খান। মেহেন্দিগঞ্জ পৌর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম মুন্সি, মাওলানা লু্ৎফুল্লাহ, বিএনপি নেতা আব্দুল বাসার বাঘা, বারেক মাঝি, মোঃ এনায়েত হোসেন, ফারুক জমদ্দার, কালাম মাঝি ও স্থানীয় বিএনপির নেতাকর্মী বৃন্দ।