
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কর্তৃক আয়োজিত ঈদ পুনর্মিলনী, বাংলা নববর্ষ উদযাপন ও কালচারাল ক্লাব উদ্বোধন।
মঙ্গলবার (১৫ এপ্রিল)ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে কেন্দ্রীয় খেলার মাঠে পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। একই সঙ্গে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় বিশ্ববিদ্যালয়ের কালচার ক্লাব।
উৎসব উপলক্ষে কেন্দ্রীয় খেলার মাঠজুড়ে বসে ৮৫টি স্টল। শিক্ষার্থীরা নিজেদের উদ্যোগে স্টল সাজিয়ে তাতে পিঠা, কসমেটিকস, জামা-কাপড়সহ নানা পণ্যের পসরা নিয়ে অংশগ্রহণ করেন। দিনব্যাপী উৎসবটি প্রাণবন্ত হয়ে ওঠে শিক্ষার্থীদের অংশগ্রহণে এবং দুপুর থেকে সাংস্কৃতিক পরিবেশনা করে। বিশেষ আকর্ষণ হিসেবে ছিল জনপ্রিয় ব্যান্ডদল ‘শিরোনামহীন’-এর পরিবেশনা।
কালচার ক্লাবের সাধারণ সম্পাদক মেহেদী হাসান বলেন, আমাদের কালচার ক্লাবকে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করতে এমন একটি প্রাণবন্ত আয়োজন করেছি। ৮৫টি স্টল অংশ নিয়েছে, আশা করি অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হবে। ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪১তম ব্যাচের শিক্ষার্থী কাওছার আহমেদ কায়েস বলেন, আমাদের স্টলে ১১ পদের পিঠা রাখা হয়েছে। এর মধ্যে ‘মেয়েদের মন’ ৩০ টাকা, ‘বউয়ের আদর’ ৪০ টাকা, ‘হোমমেড ভালবাসা’ ৩০ টাকা—এই নামগুলো ক্রেতাদের বিশেষভাবে আকৃষ্ট করেছে। একটু ব্যতিক্রমভাবে উপস্থাপন করতেই এমন নামকরণ করেছি।
দিনব্যাপী চলা এ উৎসবের সমাপ্তি ঘটে ব্যান্ড সঙ্গীত পরিবেশনার পর আতশবাজির ঝলকায়।