
এক সপ্তাহের ব্যবধানে দিনাজপুরের হিলিতে কমেছে ডিম ও মুরগির দাম। ডিম খাচি প্রতি (৩০টি) ৪০ টাকা কমে বর্তমানে ৩১০ টাকা দরে বিক্রি হচ্ছে। অন্যদিকে মুরগির দামও কমেছে, বয়লার মুরগি কেজি প্রতি ২০ টাকা কমে ১৭০ টাকায় এবং পাকিস্তানি মুরগি কেজি প্রতি ৩০ টাকা কমে ২৮০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। বাজারে সরবরাহ বেশি এবং ক্রেতা সংকটের কারণে কমতে শুরু করেছে দাম বলছেন ব্যবসায়ীরা। দাম কমাতে কিছুটা স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মাঝে। শনিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে হিলির বাজার ঘুরে এ তথ্য পাওয়া যায়।হিলি বাজারে ডিম ও মুরগি নিতে আসা হাছিনুর ইসলাম বলেন, কয়েক দিনের তুলনায় হিলির বাজারে ডিম ও মুরগির দাম কমেছে। এতে করে আমরা সাধারণ মানুষ কিছুটা স্বস্তি পাচ্ছি। শীতের কারণে অনেক খামারে মুরগির রোগ দেখা দিচ্ছে, যার জন্য খামার মালিকরা কম দামে মুরগি বিক্রি করছে। এতে করে খুচরা বাজারে মুরগির দাম কমেছে। বর্তমানে বয়লার মুরগি ১৭০ টাকা এবং পাকিস্তানি মুরগি ২৮০ টাকা কেজিতে বিক্রি করা হচ্ছে।