
ঢাকা প্রিমিয়ার লীগে আবাহনীর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। চার ম্যাচের তিন ইনিংসে কোন ফিফটিও হাঁকাতে পারেননি। তার ব্যাট থেকে এসেছে সর্বোচ্চ ৩৭ রানের ইনিংস। বলার অপেক্ষা রাখে না ছন্দ খুঁজে পাচ্ছেন না ঘরোয়া ক্রিকেটে। অন্যদিকে সবশেষ আন্তর্জাতিক ৬ ওয়ানডে ম্যাচে তিনি হাঁকিয়েছেন একটি ফিফটি। এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে খেলেছে ৭৭ রানের ইনিংস। অন্যদিকে টি-টোয়েন্টিতে যেন ব্যাট করতেই ভুলে গেছেন। শেষ ১৯ ইনিংসে কোনো ফিফটি হাঁকাতে পারেননি।
এরই মধ্যে ২০ ওভারের ফরম্যাট থেকে তিনি নেতৃত্বও ছেড়ে দিয়েছেন। শুধু তাই নয়, অধিনায়ক হিসেবেই তিনি থাকতে চান না বলেই জানা গেছে। যদিও এখনো শান্ত টেস্ট ও ওয়ানডে অধিনায়ক। সবকিছু ঠিক থাকলে আগামী মাসে জিম্বাবুয়ের বিপক্ষে দেশের মাটিতে দুই টেস্ট সিরিজের নেতৃত্ব দিবেন। এরপরই পাকিস্তান যাবে দ্বি-পাক্ষিক ওয়ানডে সিরিজ খেলতে। কারণ তার বাজে ফর্মের প্রভাব কোনো না কোনো ভাবে পড়বেই। শান্তর বেলাতেও তা ব্যতিক্রম হওয়ার কথা না। চ্যাম্পিয়নস ট্রফিতে একটি ম্যাচে রান পেলেও তার বাজে ফর্মের প্রভাব কিন্তু ছিল। সামনে জিম্বাবুয়ে আসতে তার আগে যদি রানে ফিরতে পারে আশা করি দলের জন্য ভালো। যদিও এখন খেলছে ওয়ানডে ফরম্যাটে, কিন্তু রানে থাকলে আত্মবিশ্বাসও থাকে। ইনজুরির কারণে সবশেষ চারদিনের জাতীয় ক্রিকেট লীগে খেলা হয়নি শান্তর। অন্যদিকে আন্তর্জাতিক টেস্ট ম্যাচে তিনি ফর্মেও আছেন। রানে ফিরলেও ধারাবাহিকতা ধরে রাখতে পারেননি।