Dhaka 7:31 pm, Thursday, 15 May 2025

দুদিনে নেপাল গেল ১৩৪৪ মেট্রিক টন আলু

আলু রপ্তানিতে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে ।

আলু রপ্তানিতে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে দেশের চারদেশীয় স্থলবন্দর বাংলাবান্ধা। নিয়মিত আলু রপ্তানি হচ্ছে প্রতিবেশি দেশ হিমালয়কন্যা নেপালে। বন্দরটি দিয়ে গত দুই দিনে নেপালে গেল এক হাজার ৩৪৪ মেট্রিক টন আলু।আজ বুধবার দুপুরে বন্দরটি দিয়ে ৫৬৭ মেট্রিক টন আলু রপ্তানি হয়েছে। এর আগে গতকার মঙ্গলবার ৭৭৭ মেট্রিক টন আলু নেপালে রপ্তানি হয়েছে। এ নিয়ে কয়েক দফায় বন্দরটি দিয়ে নেপালে আলু রপ্তানি হয়েছে ১৩ হাজার ২৩০ মেট্রিক টন আলু।বিষয়টি নিশ্চিত করে বাংলাবান্ধা স্থলবন্দরের উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের কোয়ারিনটিন ইন্সপেক্টর উজ্জল হোসেন জানান, আলুগুলো রপ্তানি করেছে আমিন ট্রেডার্স ।

 সুফলা মাল্টিপ্রোডাক্ট লিমিটেডসহ তিনটি রপ্তানিকারক প্রতিষ্ঠান। এছাড়াও বন্দরটি দিয়ে নেপালে আলু রপ্তানি করছে থিংকস টু সাপ্লাই, জাসন এগ্রো, ফার্স্ট ডেলিভারি, হোসেন এন্টারপ্রাইজ, স্বাধীন এন্টারপ্রাইজ ও মিয়ামি ট্রেডিং বেশ কয়েকটি প্রতিষ্ঠান।আলুর জাতগুলো হলো- স্টারিজ এবং লেডিও রোজেটা। আলুগুলো বেশিরভাগ লোড করা হয়েছে রংপুর, দিনাজপুর, ঠাকুরগাও ও পঞ্চগড় এলাকা থেকে।বন্দরটি দিয়ে বাংলাদেশ থেকে ভারত ও নেপালে পাট, ওষুধ, প্রাণ ও ওয়ালটনের পণ্য, জুস, মোটরসাইকেল, ব্যাটারিসহ নানা ধরনের পণ্য রপ্তানি হচ্ছে। অপরদিকে মসুর ডাল, গম, ভুট্টা, চিরতা, হাজমলা, যন্ত্রপাতি, প্লাস্টিক দানা, রেললাইনের স্লিপার, খইল, আদা ও চিটাগুড় আমদানি করা হয়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বিনামূল্যে ব্রেকিং নিউজ পেতে ok ক্লিক করুন OK .

দুদিনে নেপাল গেল ১৩৪৪ মেট্রিক টন আলু

Update Time : 11:49:33 am, Thursday, 15 May 2025

আলু রপ্তানিতে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে দেশের চারদেশীয় স্থলবন্দর বাংলাবান্ধা। নিয়মিত আলু রপ্তানি হচ্ছে প্রতিবেশি দেশ হিমালয়কন্যা নেপালে। বন্দরটি দিয়ে গত দুই দিনে নেপালে গেল এক হাজার ৩৪৪ মেট্রিক টন আলু।আজ বুধবার দুপুরে বন্দরটি দিয়ে ৫৬৭ মেট্রিক টন আলু রপ্তানি হয়েছে। এর আগে গতকার মঙ্গলবার ৭৭৭ মেট্রিক টন আলু নেপালে রপ্তানি হয়েছে। এ নিয়ে কয়েক দফায় বন্দরটি দিয়ে নেপালে আলু রপ্তানি হয়েছে ১৩ হাজার ২৩০ মেট্রিক টন আলু।বিষয়টি নিশ্চিত করে বাংলাবান্ধা স্থলবন্দরের উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের কোয়ারিনটিন ইন্সপেক্টর উজ্জল হোসেন জানান, আলুগুলো রপ্তানি করেছে আমিন ট্রেডার্স ।

 সুফলা মাল্টিপ্রোডাক্ট লিমিটেডসহ তিনটি রপ্তানিকারক প্রতিষ্ঠান। এছাড়াও বন্দরটি দিয়ে নেপালে আলু রপ্তানি করছে থিংকস টু সাপ্লাই, জাসন এগ্রো, ফার্স্ট ডেলিভারি, হোসেন এন্টারপ্রাইজ, স্বাধীন এন্টারপ্রাইজ ও মিয়ামি ট্রেডিং বেশ কয়েকটি প্রতিষ্ঠান।আলুর জাতগুলো হলো- স্টারিজ এবং লেডিও রোজেটা। আলুগুলো বেশিরভাগ লোড করা হয়েছে রংপুর, দিনাজপুর, ঠাকুরগাও ও পঞ্চগড় এলাকা থেকে।বন্দরটি দিয়ে বাংলাদেশ থেকে ভারত ও নেপালে পাট, ওষুধ, প্রাণ ও ওয়ালটনের পণ্য, জুস, মোটরসাইকেল, ব্যাটারিসহ নানা ধরনের পণ্য রপ্তানি হচ্ছে। অপরদিকে মসুর ডাল, গম, ভুট্টা, চিরতা, হাজমলা, যন্ত্রপাতি, প্লাস্টিক দানা, রেললাইনের স্লিপার, খইল, আদা ও চিটাগুড় আমদানি করা হয়।