
তেলের বাজারে কয়েক দিনের টানটান উত্তেজনার পর একদিনের বিরতি। ৩ শতাংশ ঊর্ধ্বগতির পর আজ শুক্রবার (৯ মে) সূচনালগ্নে তেলের দামে বড় কোনো পরিবর্তন আসেনি। বাজার তাকিয়ে আছে সুইজারল্যান্ডের দিকে, যেখানে শনিবার (১০ মে) মুখোমুখি হচ্ছেন যুক্তরাষ্ট্র ও চীনের শীর্ষ অর্থনৈতিক নীতিনির্ধারকেরা। খবর ব্রেন্ট ক্রুডের দাম মাত্র ৭ সেন্ট বেড়ে দাঁড়িয়েছে ব্যারেলপ্রতি ৬২.৯১ ডলার, আর মার্কিন ডব্লিউটিআই বেড়ে হয়েছে ৫৯.৯৮ ডলার।এই দুই সূচকে ছিল যথাক্রমে ২.৮ শতাংশ ও ৩.২ শতাংশ লাফ।সুইজারল্যান্ডে আলোচনায় বসছেন মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট ও চীনের ভাইস প্রিমিয়ার হে লিফেং।
লক্ষ্য তেলের চাহিদায় প্রভাব ফেলা বাণিজ্য উত্তেজনা নিরসন।ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যৌথভাবে ঘোষণা করেছেন একটি ‘ব্রেকথ্রু’ চুক্তি। ব্রিটেন যুক্তরাষ্ট্র থেকে পণ্যে শুল্ক কমিয়েছে ৫.১ শতাংশ থেকে ১.৮ শতাংশে। যুক্তরাষ্ট্রও কিছুটা সাড়া দিয়েছে, যদিও অধিকাংশ ব্রিটিশ পণ্যের ওপর ১০ শতাংশ শুল্ক বহাল রেখেছে।ওপেক+ সদস্যরা উৎপাদন বাড়ানোর পরিকল্পনা করছে। তবে লিবিয়া, ভেনিজুয়েলা ও ইরাকে উৎপাদন হ্রাস পাওয়ায় এপ্রিল মাসে সামগ্রিক সরবরাহ কিছুটা কমেছে বলে জানিয়েছে রয়টার্স।ইরানি তেল কিনে নিষেধাজ্ঞায় পড়েছে দুটি চীনা রিফাইনারি। তেল সংগ্রহ করতে না পেরে তারা বিকল্প নামে বাজারে পণ্য ছাড়ছে-এমন তথ্য জানিয়েছে সূত্র।