
স্পট মার্কেট থেকে দুই কার্গো এলএনজি আমদানিসহ ৮টি ক্রয় প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি। এতে মোট ব্যয় হবে ২ হাজার ৪৭২ কোটি ৬৪ লাখ টাকা।বৈঠক শেষে জানা যায়, উল্লেখিত ৮ প্রস্তাবের বাইরে বৈঠকে জাইকা’র অর্থায়নে বাস্তবায়নাধীন একটি পূর্তকাজের ব্যয় বৃদ্ধির চুক্তি সংশোধিত প্রস্তাব এবং গত ২০২২ সালের বন্যায় সুনামগঞ্জ ও হবিগঞ্জে ক্ষতিগ্রস্ত সড়ক-সেতু-কালভার্টের পুনর্বাসন ও পুনঃনির্মাণ সংক্রান্ত একটি প্রকল্পের দরপত্র পুনর্মূল্যায়নের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।
বৈঠকে বাংলাদেশ রাষ্ট্রীয় চুক্তির আওতায় তিউনিশিয়ার ‘গ্রুপ কিমিক তিউনিশিয়ান’ (জিসিটি) থেকে প্রথম লটে ২৫ হাজার মেট্রিক টন টিএসপি সার আমদানির একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) এ সার আমদানি করবে। প্রতি মেট্রিক টন ৫১৩.৭৫ ডলার দরে বাংলাদেশি মুদ্রায় এতে ব্যয় হবে ১৫৬ কোটি ৬৯ লাখ টাকা।
বৈঠকে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কর্তৃক বাস্তবায়নাধীন চট্টগ্রাম জোনের বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার উন্নয়ন (২য় পর্যায়) প্রকল্পের আওতায় টার্নকি ভিত্তিতে জিডি-১ প্যাকেজের দুটি পৃথক লটের (লট-১ ও ৩) কাজ সম্পাদনে দুটি পৃথক প্রস্তাবে ঠিকাদার নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে লট-১ এর কাজটি পেয়েছে যৌথভাবে এসপিটিডিই ও রিভেরি। এতে ব্যয় হবে ৪৯৮ কোটি ৪৩ লাখ টাকা।আর লট-৩ এর কাজটি পেয়েছে যৌথভাবে রিভেরি, নরিনকো ইন্টারন্যাশনাল ও ডিকে। এতে ব্যয় হবে ৪৮৬ কোটি ৩৬ লাখ টাকা।