Dhaka 3:48 am, Thursday, 29 May 2025

বাড়তি ১৫০ মিলিয়ন ঘনফুট গ্যাস পাবে শিল্পখাত

১৫০ মিলিয়ন ঘনফুট গ্যাস যুক্ত করা হবে।

গত বছরের প্রথম চার মাসের তুলনায় চলতি বছরের প্রথম চার মাসে শিল্পে ২১ শতাংশ বাড়তি গ্যাস সরবরাহ করা হয়েছে বলে জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। আগামী ২৮ মে থেকে শিল্পে স্বাভাবিকের পাশাপাশি দৈনিক আরও ১৫০ মিলিয়ন ঘনফুট গ্যাস যুক্ত করা হবে।এক বিজ্ঞপ্তিতে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় জানায়, শিল্প প্রতিষ্ঠানে গ্যাস সরবরাহের বিষয়ে বিভিন্ন সংবাদপত্রে শিল্প সংশ্লিষ্ট সংগঠনগুলোর প্রতিনিধিদের বিভ্রান্তিকর বক্তব্য পেট্রোবাংলার নজরে এসেছে। ২০২৪ সালের জানুয়ারি-এপ্রিল মেয়াদে শিল্পে গ্যাস সরবরাহের গড় পরিমাণ দৈনিক ৮২৩ মিলিয়ন ঘনফুট।

সে তুলনায় চলতি বছর একই সময়ে (জানু-এপ্রিল, ২০২৫) শিল্পে ৯৯৭ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হয়েছে অর্থাৎ গত বছরের তুলনায় এ বছর ২১ শতাংশ গ্যাস বেশি সরবরাহ করা হয়েছে।এ ছাড়াও শিল্পে গ্যাস সরবরাহ বাড়ানোর জন্য গত বছরের তুলনায় ৬টি অতিরিক্ত এলএনজি কার্গো আমদানির ব্যবস্থা করা হয়েছে। যার আমদানি মূল্য প্রতি ঘনমিটার প্রায় ৬৫ টাকা। উল্লেখ্য, শিল্প ও ক্যাপটিভ শ্রেণির গ্রাহকদের জন্য গ্যাসের দাম যথাক্রমে ৩০ টাকা ও ৩১.৫০ টাকা। অর্থাৎ অতিরিক্ত গ্যাস সরবরাহের জন্য প্রতি ঘনমিটারে সরকারকে ৩৫ টাকা ভর্তুকি দিতে হবে। অতিরিক্ত এলএনজি আমদানি ও শ্রেণিভিত্তিক বণ্টন পরিবর্তন করার ফলে আগামী ২৮মে থেকে দৈনিক আরও ১৫০ মিলিয়ন ঘনফুট অতিরিক্ত গ্যাস সরবরাহ করা হবে।

 

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বিনামূল্যে ব্রেকিং নিউজ পেতে ok ক্লিক করুন OK .

বাড়তি ১৫০ মিলিয়ন ঘনফুট গ্যাস পাবে শিল্পখাত

Update Time : 10:12:52 am, Tuesday, 27 May 2025

গত বছরের প্রথম চার মাসের তুলনায় চলতি বছরের প্রথম চার মাসে শিল্পে ২১ শতাংশ বাড়তি গ্যাস সরবরাহ করা হয়েছে বলে জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। আগামী ২৮ মে থেকে শিল্পে স্বাভাবিকের পাশাপাশি দৈনিক আরও ১৫০ মিলিয়ন ঘনফুট গ্যাস যুক্ত করা হবে।এক বিজ্ঞপ্তিতে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় জানায়, শিল্প প্রতিষ্ঠানে গ্যাস সরবরাহের বিষয়ে বিভিন্ন সংবাদপত্রে শিল্প সংশ্লিষ্ট সংগঠনগুলোর প্রতিনিধিদের বিভ্রান্তিকর বক্তব্য পেট্রোবাংলার নজরে এসেছে। ২০২৪ সালের জানুয়ারি-এপ্রিল মেয়াদে শিল্পে গ্যাস সরবরাহের গড় পরিমাণ দৈনিক ৮২৩ মিলিয়ন ঘনফুট।

সে তুলনায় চলতি বছর একই সময়ে (জানু-এপ্রিল, ২০২৫) শিল্পে ৯৯৭ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হয়েছে অর্থাৎ গত বছরের তুলনায় এ বছর ২১ শতাংশ গ্যাস বেশি সরবরাহ করা হয়েছে।এ ছাড়াও শিল্পে গ্যাস সরবরাহ বাড়ানোর জন্য গত বছরের তুলনায় ৬টি অতিরিক্ত এলএনজি কার্গো আমদানির ব্যবস্থা করা হয়েছে। যার আমদানি মূল্য প্রতি ঘনমিটার প্রায় ৬৫ টাকা। উল্লেখ্য, শিল্প ও ক্যাপটিভ শ্রেণির গ্রাহকদের জন্য গ্যাসের দাম যথাক্রমে ৩০ টাকা ও ৩১.৫০ টাকা। অর্থাৎ অতিরিক্ত গ্যাস সরবরাহের জন্য প্রতি ঘনমিটারে সরকারকে ৩৫ টাকা ভর্তুকি দিতে হবে। অতিরিক্ত এলএনজি আমদানি ও শ্রেণিভিত্তিক বণ্টন পরিবর্তন করার ফলে আগামী ২৮মে থেকে দৈনিক আরও ১৫০ মিলিয়ন ঘনফুট অতিরিক্ত গ্যাস সরবরাহ করা হবে।