Dhaka 3:24 pm, Thursday, 22 May 2025

এনবিআর চেয়ারম্যানের অপসারণ দাবি

ডাক দিয়েছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ।

অর্থ উপদেষ্টার সঙ্গে মঙ্গলবারের বৈঠক ফলপ্রসূ না হওয়ায় আগামী ২৪ মে থেকে পূর্ণাঙ্গ কর্মবিরতির ডাক দিয়েছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। একই সঙ্গে বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান এবং এনবিআর চেয়ারম্যানের পদত্যাগের দাবি জানিয়েছে আয়কর ও কাস্টমসে কর্মরত ক্ষুব্ধ কর্মকর্তা-কর্মচারীরা। দুপুরে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ আগারগাঁও রাজস্ব ভবনে সংবাদ সম্মেলনের আয়োজন করে। এ সময় ঐক্য পরিষদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন অতিরিক্ত কর কমিশনার হাসিনা আক্তার, উপকর কমিশনার মোস্তাফিজুর রহমান এবং কাস্টমসের উপকমিশনার শাহাদাত জামিল শাওন।

অতিরিক্ত কর কমিশনার হাসিনা আক্তার বলেন, মঙ্গলবারের সভার শুরুতেই অর্থ উপদেষ্টা বলেন, ‘আমি মিটিং দীর্ঘ করব না। কর থেকে একজন, কাস্টমস থেকে একজন এবং সংস্কারবিষয়ক পরামর্শক কমিটি থেকে যে কোনো তিনজন কথা বলতে পারবেন। আমি ৬-৭ মিনিটের বেশি দেব না। কেবিনেট সচিব এবং জনপ্রশাসন সচিবের সঙ্গে আরেকটি মিটিং আছে। এ সময়ের মধ্যে মিটিং শেষ করতে সময় গণনার জন্য কে থাকবেন সেটিও জিজ্ঞাসা করেন তিনি।’ হাসিনা আক্তার আরও বলেন, সভায় অর্থ উপদেষ্টা জানান বাস্তবায়ন পর্যায়ে ঐক্য পরিষদের উদ্বেগগুলো আমলে নেওয়ার চেষ্টা করবেন।ঐক্য পরিষদের পরামর্শগুলো উপদেষ্টা পরিষদের সঙ্গে আলোচনা করে বিধি বা অন্য কিছুর মাধ্যমে সমাধানে চেষ্টা করা হবে। এ বিষয়ে আর কোনো আলোচনা নয় বলে তিনি জানিয়েছেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বিনামূল্যে ব্রেকিং নিউজ পেতে ok ক্লিক করুন OK .

এনবিআর চেয়ারম্যানের অপসারণ দাবি

Update Time : 11:17:24 am, Thursday, 22 May 2025

অর্থ উপদেষ্টার সঙ্গে মঙ্গলবারের বৈঠক ফলপ্রসূ না হওয়ায় আগামী ২৪ মে থেকে পূর্ণাঙ্গ কর্মবিরতির ডাক দিয়েছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। একই সঙ্গে বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান এবং এনবিআর চেয়ারম্যানের পদত্যাগের দাবি জানিয়েছে আয়কর ও কাস্টমসে কর্মরত ক্ষুব্ধ কর্মকর্তা-কর্মচারীরা। দুপুরে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ আগারগাঁও রাজস্ব ভবনে সংবাদ সম্মেলনের আয়োজন করে। এ সময় ঐক্য পরিষদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন অতিরিক্ত কর কমিশনার হাসিনা আক্তার, উপকর কমিশনার মোস্তাফিজুর রহমান এবং কাস্টমসের উপকমিশনার শাহাদাত জামিল শাওন।

অতিরিক্ত কর কমিশনার হাসিনা আক্তার বলেন, মঙ্গলবারের সভার শুরুতেই অর্থ উপদেষ্টা বলেন, ‘আমি মিটিং দীর্ঘ করব না। কর থেকে একজন, কাস্টমস থেকে একজন এবং সংস্কারবিষয়ক পরামর্শক কমিটি থেকে যে কোনো তিনজন কথা বলতে পারবেন। আমি ৬-৭ মিনিটের বেশি দেব না। কেবিনেট সচিব এবং জনপ্রশাসন সচিবের সঙ্গে আরেকটি মিটিং আছে। এ সময়ের মধ্যে মিটিং শেষ করতে সময় গণনার জন্য কে থাকবেন সেটিও জিজ্ঞাসা করেন তিনি।’ হাসিনা আক্তার আরও বলেন, সভায় অর্থ উপদেষ্টা জানান বাস্তবায়ন পর্যায়ে ঐক্য পরিষদের উদ্বেগগুলো আমলে নেওয়ার চেষ্টা করবেন।ঐক্য পরিষদের পরামর্শগুলো উপদেষ্টা পরিষদের সঙ্গে আলোচনা করে বিধি বা অন্য কিছুর মাধ্যমে সমাধানে চেষ্টা করা হবে। এ বিষয়ে আর কোনো আলোচনা নয় বলে তিনি জানিয়েছেন।