
পণ্য বিক্রয়ে নিয়োজিত সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) জন্য ডিলার নিয়োগ করা হচ্ছে। ডিলার নিয়োগ ও ব্যবস্থাপনা নীতিমালা, ২০২৫ অনুযায়ী দেওয়া হচ্ছে এসব নিয়োগ। নতুন এ নীতিমালা জারি করা হয় গত মার্চ মাসে। এটি জারির সঙ্গে সঙ্গে বাতিল হয়ে গেছে ২০২১ সালের নীতিমালা।বর্তমানে সারা দেশে ৮ হাজার ২৭৫ জন ডিলার রয়েছেন। সম্প্রতি টাঙ্গাইল ও চট্টগ্রাম জেলায় ডিলার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে টিসিবি।
তবে উপকারভোগী পরিবারের সংখ্যা ১ হাজার ৫০০ জনের বেশি হলে এক ইউনিয়নে একাধিক ডিলার নিয়োগ করার সুযোগও রয়েছে।ডিলারদের বয়স হতে হবে কমপক্ষে ১৮ বছর। আর্থিক সচ্ছলতা থাকতে হবে তাঁদের। ডিলার হওয়ার আবেদনের জন্য আর্থিক লেনদেনের প্রমাণ হিসেবে ব্যাংকে ন্যূনতম ৫ লাখ টাকা থাকতে হবে। সরকারি-বেসরকারি চাকরিজীবী, নির্বাচিত জনপ্রতিনিধি, আদালত থেকে সাজাপ্রাপ্ত ব্যক্তি এবং সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কালোতালিকাভুক্ত ঠিকাদারেরা ডিলার হতে পারবেন না।আবেদন ফরমের সঙ্গে ছবি ।
জাতীয় পরিচয়পত্র (এনআইডি), ট্রেড লাইসেন্সের কপি, ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট, দোকান ভাড়ার দলিল/মালিকানার প্রমাণক, ভ্যাট নিবন্ধন সনদ (যদি থাকে) দাখিল হবে। পাশাপাশি টিসিবির অনুকূলে আবেদন মাশুল বাবদ (ফি) ৫ হাজার টাকা (অফেরতযোগ্য) পে-অর্ডার/ব্যাংক ড্রাফট করতে হবে।আবেদন করার ৩০ কার্যদিবসের মধ্যে প্রাথমিক বাছাইয়ের কাজ শেষ করবে টিসিবি। পরে সরেজমিনে তদন্তে যাচাই করে মতামতের জন্য পাঠানো হবে জেলা প্রশাসকের (ডিসি) কাছে। তিন কার্যদিবসের মধ্যে মতামত আসতে হবে।