
একদিনের ব্যবধানে চিনির দাম বাড়ানোর সিদ্ধান্ত থেকে সরে এলো ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। বৃহস্পতিবার (৭ মার্চ) এ খবর জানিয়েছে সংস্থাটির মুখপাত্র হুমায়ূন কবির। এক অডিও বার্তায় তিনি জানান, টিসিবির প্রতিকেজি চিনির মূল্য ১০০ টাকা নয়, আগের মূল্য ৭০ টাকাই থাকবে।
আরো পড়ুন:টিসিবির পণ্য বিক্রি শুরু
টিসিবির মুখপাত্র জানান, চিনির দাম সমন্বয় করা হলেও সরকার বেশি পরিমাণে ভর্তুকি দিচ্ছে। তাই চিনির নতুন নির্ধারিত দাম বাতিল করা হয়েছে, আগের দাম পুনর্বহাল রাখা হয়েছে।
আরো পড়ুন:দুই সিটি ও ৬ পৌরসভায় নির্বাচন ৯ মার্চ, সাধারণ ছুটি ঘোষণা
এর আগে বুধবার (৬ মার্চ) প্রতি কেজি চিনির দাম ৭০ টাকা থেকে ১০০ টাকা করে বিজ্ঞপ্তি প্রকাশ করে টিসিবি।