Dhaka 10:44 pm, Sunday, 27 April 2025

কনটেইনার ও জাহাজ চলাচলসহ সব প্রবৃদ্ধি

সমুদ্রবন্দর চট্টগ্রাম বন্দরে বাড়ছে আমদানি-রফতানি ।

দেশের প্রধান সমুদ্রবন্দর চট্টগ্রাম বন্দরে বাড়ছে আমদানি-রফতানি পরিচালন কার্যক্রম। ২০২৪-২৫ অর্থবছরে কার্গো, কনটেইনার ও জাহাজ চলাচল সব ক্ষেত্রেই প্রবৃদ্ধির ছাপ স্পষ্ট। চলতি অর্থবছরের জুলাই-মার্চ পর্যন্ত সময়কালে আমদানির ক্ষেত্রে মোট ১৩ লাখ ২৫ হাজার ২৭৬ টিইউএস এবং রফতানির ক্ষেত্রে ৬ লাখ ৫০ হাজার ৯৮৮ টিইউএস কনটেইনার হ্যান্ডলিং করা হয়েছে। তবে খালি কনটেইনারসহ সর্বমোট হ্যান্ডলিংয়ের পরিমাণ দাঁড়িয়েছে ২৪ লাখ ৫৫ হাজার ৪৯৯ টিইউএসে।চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, চলতি অর্থবছরের নয় মাসে (জুলাই-মার্চ) বন্দরে মোট কার্গো হ্যান্ডলিং হয়েছে ৯৭ লাখ ১১ হাজার ৩৬১ টন, যা আগের বছরের ৯১ লাখ ৬৪ হাজার ৯৫৯ টনের তুলনায় প্রায় ৬ শতাংশ বেশি।

কনটেইনার হ্যান্ডলিংয়ে প্রবৃদ্ধির হার প্রায় ৫ শতাংশ। চলতি অর্থবছরে নয় মাসে মোট ২৪ লাখ ৫৫ হাজার ৪৯৯ টিইউএস কনটেইনার হ্যান্ডলিং হয়েছে, যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ২৩ লাখ ৩৮ হাজার ৩৫৫ টিইউএস।কার্গো ও কনটেইনার উভয় ক্ষেত্রে প্রবৃদ্ধির হারের সঙ্গে বন্দরে জাহাজ আগমনও বেড়েছে। ২০২৪-২৫ অর্থবছরের জুলাই-মার্চ পর্যন্ত সময়কালে চট্টগ্রাম বন্দরে মোট ৩ হাজার ৫৮টি জাহাজ এসেছে। এর আগের অর্থবছরের একই সময়ে এসেছিল ৩ হাজার একটি জাহাজ। অর্থাৎ জাহাজ চলাচলে প্রবৃদ্ধি হয়েছে ১ দশমিক ৯ শতাংশ।আমদানি ও রফতানি আলাদাভাবে বিশ্লেষণ করে দেখা গেছে, আমদানি হওয়া পূর্ণ কনটেইনারের সংখ্যা রফতানির তুলনায় প্রায় দ্বিগুণ

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপডেট সংবাদ
বিনামূল্যে ব্রেকিং নিউজ পেতে ok ক্লিক করুন OK .

কনটেইনার ও জাহাজ চলাচলসহ সব প্রবৃদ্ধি

Update Time : 10:48:54 am, Sunday, 27 April 2025

দেশের প্রধান সমুদ্রবন্দর চট্টগ্রাম বন্দরে বাড়ছে আমদানি-রফতানি পরিচালন কার্যক্রম। ২০২৪-২৫ অর্থবছরে কার্গো, কনটেইনার ও জাহাজ চলাচল সব ক্ষেত্রেই প্রবৃদ্ধির ছাপ স্পষ্ট। চলতি অর্থবছরের জুলাই-মার্চ পর্যন্ত সময়কালে আমদানির ক্ষেত্রে মোট ১৩ লাখ ২৫ হাজার ২৭৬ টিইউএস এবং রফতানির ক্ষেত্রে ৬ লাখ ৫০ হাজার ৯৮৮ টিইউএস কনটেইনার হ্যান্ডলিং করা হয়েছে। তবে খালি কনটেইনারসহ সর্বমোট হ্যান্ডলিংয়ের পরিমাণ দাঁড়িয়েছে ২৪ লাখ ৫৫ হাজার ৪৯৯ টিইউএসে।চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, চলতি অর্থবছরের নয় মাসে (জুলাই-মার্চ) বন্দরে মোট কার্গো হ্যান্ডলিং হয়েছে ৯৭ লাখ ১১ হাজার ৩৬১ টন, যা আগের বছরের ৯১ লাখ ৬৪ হাজার ৯৫৯ টনের তুলনায় প্রায় ৬ শতাংশ বেশি।

কনটেইনার হ্যান্ডলিংয়ে প্রবৃদ্ধির হার প্রায় ৫ শতাংশ। চলতি অর্থবছরে নয় মাসে মোট ২৪ লাখ ৫৫ হাজার ৪৯৯ টিইউএস কনটেইনার হ্যান্ডলিং হয়েছে, যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ২৩ লাখ ৩৮ হাজার ৩৫৫ টিইউএস।কার্গো ও কনটেইনার উভয় ক্ষেত্রে প্রবৃদ্ধির হারের সঙ্গে বন্দরে জাহাজ আগমনও বেড়েছে। ২০২৪-২৫ অর্থবছরের জুলাই-মার্চ পর্যন্ত সময়কালে চট্টগ্রাম বন্দরে মোট ৩ হাজার ৫৮টি জাহাজ এসেছে। এর আগের অর্থবছরের একই সময়ে এসেছিল ৩ হাজার একটি জাহাজ। অর্থাৎ জাহাজ চলাচলে প্রবৃদ্ধি হয়েছে ১ দশমিক ৯ শতাংশ।আমদানি ও রফতানি আলাদাভাবে বিশ্লেষণ করে দেখা গেছে, আমদানি হওয়া পূর্ণ কনটেইনারের সংখ্যা রফতানির তুলনায় প্রায় দ্বিগুণ