সংশ্লিষ্টরা জানান, বিপিএর কোনো নিবন্ধন নেই। তবে বিপিএ সভাপতি সুমন হাওলাদার ইত্তেফাককে বলেছেন, নিবন্ধনের জন্য আমরা রেজিস্ট্রার অব জয়েন্ট স্টক কোম্পানিতে আবেদন করেছি। আশা করছি, খুব সহসাই রেজিস্ট্রেশন পেয়ে যাব। তবে নিয়ম অনুযায়ী কোনো বাণিজ্য সংগঠনের নিবন্ধন নিতে হয় বাণিজ্য মন্ত্রণালয়ের ডাইরেক্টও অব ট্রেড অগ্যানাইজেশন (ডিটিও) থেকে।
সুমন হাওলাদের সংগঠনটি সেখানে এখনো আবেদন করেনি বলে বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।বিপিএ গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে ১০ দফা দাবি ঘোষণা করে তা বাস্তবায়ন না হলে পহেলা মে থেকে সারা দেশে সব পোলট্রি খামার বন্ধের ঘোষণা দেওয়া হয়। সংগঠনের সভাপতি মো. সুমন হাওলাদারের মতে, গত দুই মাসে খামারিরা ‘আনুমানিক ১ হাজার ২৬০ কোটি টাকা লোকসান করেছে। গত দুই মাসে যে এ টাকা লোকসান হয়েছে ।