
যশোরের মনিরামপুরে চেতনানাশক খাইয়ে চালককে অজ্ঞান করে ইজিবাইক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। আশঙ্কাজনক অবস্থায় চালক হৃদয় মল্লিককে (২৭) বৃহস্পতিবার সন্ধ্যায় মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এর আগে বিকেলের দিকে ইজিবাইক ছিনিয়ে নিয়ে দুর্বৃত্তরা চালক হৃদয়কে অজ্ঞান করে মনিরামপুর উপজেলা পরিষদ চত্বরে ফেলে গেছে। হৃদয় মল্লিক উপজেলার পাঁচবাড়িয়া এলাকার হতদরিদ্র বড়ুক মল্লিকের ছেলে। একমাস আগে পরিবারের লোকজন ধারদেনা করে তাকে ১ লাখ ৫০ হাজার টাকায় ইজিবাইকটি কিনে দিয়েছিলেন।
হৃদয় মল্লিকের কাকা শিক্ষক সন্তোষ মল্লিক বলেন, বৃহস্পতিবার বিকেলে হাজিরহাট থেকে মনিরামপুর বাজারে যাওয়ার কথা বলে অপরিচিত দুজন লোক হৃদয়ের ইজিবাইক ভাড়া করে। পথে তারা হৃদয়কে চেতনানাশক কিছু খাইয়ে দেয়। এরপর মনিরামপুর বাজারের রাজগঞ্জ মোড় এলাকা থেকে দুর্বৃত্তরা ইজিবাইক হাতিয়ে নেয়। পরে তারা হৃদয়কে উপজেলা পরিষদের মসজিদের পাশে ফেলে যায়।সন্তোষ মল্লিক বলেন, খবর পেয়ে আমরা হৃদয়কে উদ্ধার করে মনিরামপুর হাসপাতালে ভর্তি করেছি। ৩ ঘন্টা পার হয়েছে এখনো হৃদয়ের জ্ঞান ফেরেনি। সন্তোষ মল্লিক আরও বলেন, সমিতি থেকে লোন তুলে দেড় লাখ টাকা দিয়ে একমাস আগে হৃদয়কে ইজিবাইক কিনে দেওয়া হয়েছে। মাসে ১০ হাজার টাকা কিস্তি। ওর পরিবার এই টাকা কিভাবে পরিশোধ করবে সেটা আমাদের ভাবাচ্ছে। মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডাঃ রঘুরাম চন্দ্র বলেন, রোগীকে চেতনানাশক কিছু খাওয়ানো হয়েছে। রোগীর অবস্থা কিছুটা জটিল। মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ গাজী বলেন, খবর পেয়ে বিস্তারিত জানতে হাসপাতালে ফোর্স পাঠিয়েছি।