
গ্রিসে ৬.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। বৃহস্পতিবার (২২ মে) সকালের দিকে এ ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পের ফলে তাৎক্ষণিক কোনো ক্ষয়ক্ষতির খবর জানা যায়নি। তবে শক্তিশালী এ ভূমিকম্পে ইসরায়েলের একাধিক শহর কেঁপে ওঠে। যার মধ্যে রয়েছে- হাইফা, জেরুজালেম, হোলন এবং বারসেবা।গত সপ্তাহে ইসরায়েলের তেল আবিব এবং জেরুজালেমে ৬.৩ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এক সপ্তাহের ব্যবধানে আবারও বৃহস্পতিবার ভূমিকম্প অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে। অ্যাথেন্সের জিওডায়নামিকস ইনস্টিটিউট জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল উত্তর দীপ থেকে ৫৫ কিলোমিটার (৩৪ মাই) দূরে। সমুদ্রতল থেকে ৩৭ কিলোমিটার গভীরে।
প্রসঙ্গত, ভৌগলিকভাবে গ্রিস ভূমিকম্পপ্রবণ এলাকায় অবস্থিত, বিশেষ করে দেশটির দক্ষিণাঞ্চল এবং আশপাশের দ্বীপগুলোতে প্রায়ই মাঝারি থেকে শক্তিশালী মাত্রার ভূমিকম্প আঘাত হানে।এর আগে ২০২১ সালে ক্রিট দ্বীপেই এক শক্তিশালী ভূমিকম্পে একজন নিহত ও বেশ কয়েকজন আহত হন এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।