
ঢাকার ধামরাইয়ে অভিযান চালিয়ে বংশী নদী থেকে অবৈধ বালু উত্তোলনের দায়ে একটা ড্রেজার আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (২০মে) বেলা ৩টার দিকে যাদবপুর ইউনিয়নের আমছিমুর ছেসিব উচ্চ বিদ্যালয়ের উত্তর পশ্চিম পাশে বংশী নদীতে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে নদী থেকে বালু উত্তোলনের সময় অভিযান পরিচালনা করে ড্রেজারটি পুড়িয়ে দেওয়া হয়। অভিযান পরিচালনা করেন ধামরাই উপজেলার বালিয়া ভুমি সহকারী (নায়েব) দীপঙ্কর চন্দ্র।
স্থানীয়রা জানান, বংশী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে বালু দুস্য ইজ্জত আলী ও আব্দুল আজিজ। বালু উত্তোলনের কারণে আমাদের ফসলি জমি গুলি দিন দিন নদী গর্ভে বিলিন হয়ে যাচ্ছে। আমরা জমির মালিকরা তাদের কিছু বললে উল্টো আমাদের বিভিন্ন মামলা হামলার ভয় দেখিয়ে হয়রানী করেন।
ধামরাই উপজেলার বালিয়া ভুমি সহকারী (নায়েব) দীপঙ্কর চন্দ্র বলেন, অভিযান পরচালনা করে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে একটি ড্রেজার মেশিন আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে বালু উত্তোলনকারীরা পালিয়ে যান। তখন বালু উত্তোলনের কাজে ব্যবহৃত অবৈধ একটি ড্রেজার মেশিন ও পাইপ পুড়িয়ে দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে সকল অবৈধ বালু উত্তোলন বন্ধ করা হবে। আমাদের অভিযান চলমান থাকবে।