
ভারতীয় সংগীতশিল্পী লাকি আলি মানেই নব্বই দশকে বেড়ে ওঠা জেনারেশনের কাছে নস্টালজিয়া। তিনি অসংখ্য সুপারহিট গান উপহার দিয়েছেন বলিউডে। তবে তার ব্যক্তিগত জীবন নিয়ে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে সবসময়ই থেকেছে আলোচনা-সমালোচনায়। সম্প্রতি দিল্লির এক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন সংগীতশিল্পী লাকি। সেখানেই তিনি জানালেন আগামীর স্বপ্নের কথা।ব্যক্তিগত জীবন বেশ রঙিন ছিল এ সংগীতশিল্পীর। তিনি কখনোই এক বিয়ে কিংবা এক নারীতে সন্তুষ্ট ছিলেন না। তাই তো জীবনে পথ চলার পথে বারবার বিয়ে করেছেন এবং বারবার বিয়ে ভেঙেছেন। এই ৬৬ বছর বয়সে এসেও চতুর্থবার বিয়ে করার স্বপ্ন দেখছেন তিনি।
সেই অনুষ্ঠানে লাকি আলির কাছে জানতে চাওয়া হয়েছিলতবে কি চতুর্থবার বিয়ে করতে চলেছেন লাকি আলি?
লাকি আলির তিন স্ত্রীই বিদেশিনী। ২০০০ সালে পার্সি কন্যা আনাহিতা হন ইনায়াকে বিয়ে করেন এ সংগীতশিল্পী।বয়সে গায়কের চেয়ে ছিলেন ২৫ বছরের ছোট। তাদের দাম্পত্যের মেয়াদ ছিল ৮ বছর। ২০১৮ সালে ভাঙে সেই বিয়ে।আর তাই এখন ৬৬ বছর বয়সে এসেও চতুর্থ বিয়ের স্বপ্ন দেখছেন লাকি আলি।কেন ভেঙেছিল এই বিয়ে?—এমন প্রশ্নের উত্তর দিয়েছেন ২৫ বছরের ছোট বউ মডেল কেট এলিজাবেথ। তিনি বলেন, স্বামীর তিনবার বিয়েই নাকি কাল হয়েছিল তাদের দাম্পত্যের। কেট জানিয়েছেন, তিনটা পরিবারের মধ্যে ভাগ হয়ে থাকেন লাকি আলি।