Dhaka 10:02 am, Saturday, 22 March 2025

ঈদে বৈশাখী টিভিতে ২৭ নাটক

একক নাটকগুলো প্রচার হবে প্রতিদিন ।

ঈদুল ফিতর উপলক্ষে বৈশাখী টেলিভিশনের আয়োজনে থাকছে এবার ২৭টি নাটক। এর মধ্যে রয়েছে- ১৫টি একক, সাত পর্বের ৫টি ধারাবাহিক এবং সাতটি মেগা নাটক। একক নাটকগুলো প্রচার হবে প্রতিদিন রাত ৮টা ১৫ মিনিটে এবং ৯টা ৫৫ মিনিটে। এর বাইরে চাঁদ রাতে ১০টায় প্রচার হবে নাজিমউদ্দিন পাপ্পুর রচনা ও পরিচালনায় একক নাটক ‘গহীনে বিজয়’।

অভিনয়ে- বিজরী বরকতউল্লাহ্‌ ও ইন্তেখাব দিনার। বাকি ১৪টি একক নাটকের মধ্যে- মোশারফ করিম-তানিয়া বৃষ্টি অভিনীত ‘টোনাটুনির সংসার’, খায়রুল বাসার-সাফা কবির অভিনীত ‘প্রেম অথবা মায়া’, তৌসিফ-কেয়া পায়েল অভিনীত ‘কামিনা আমিনা’, খায়রুল বাসার-তানজিন তিশা অভিনীত ‘মন খারাপের ঘর’, মোশাররফ করিম-রোবেনা জুঁই অভিনীত ‘প্যারা আজমল’, রাশেদ সীমান্ত-অলংকার চৌধুরী অভিনীত ‘প্রেমের ফুল ফোটে না’, নিলয়-হিমি অভিনীত ‘অকর্মা’, জোভান-কেয়া পায়েল অভিনীত ‘ডাকাতিয়া প্রেম’, জোভান-তানজিন তিশা অভিনীত ‘স্বপ্নের শেষ ঠিকানা’, মোশাররফ করিম-প্রভা অভিনীত ‘সেইম সেইম’, আফজাল হোসেন-সাদিয়া ইসলাম মৌ অভিনীত ‘কোনো একদিন’, রাশেদ সীমান্ত-ফারজানা আহসান মিহি অভিনীত ‘আফ্রিকান পরিবার’, শ্যামল মাওলা-মাইমুনা মম অভিনীত ‘অভাবের সংসার’ এবং জাহের আলভী-মায়শা প্রাপ্তি অভিনীত ‘আমার কোনো গার্লফ্রেন্ড নাই’।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বিনামূল্যে ব্রেকিং নিউজ পেতে ok ক্লিক করুন OK .

ঈদে বৈশাখী টিভিতে ২৭ নাটক

Update Time : 01:13:42 pm, Friday, 21 March 2025

ঈদুল ফিতর উপলক্ষে বৈশাখী টেলিভিশনের আয়োজনে থাকছে এবার ২৭টি নাটক। এর মধ্যে রয়েছে- ১৫টি একক, সাত পর্বের ৫টি ধারাবাহিক এবং সাতটি মেগা নাটক। একক নাটকগুলো প্রচার হবে প্রতিদিন রাত ৮টা ১৫ মিনিটে এবং ৯টা ৫৫ মিনিটে। এর বাইরে চাঁদ রাতে ১০টায় প্রচার হবে নাজিমউদ্দিন পাপ্পুর রচনা ও পরিচালনায় একক নাটক ‘গহীনে বিজয়’।

অভিনয়ে- বিজরী বরকতউল্লাহ্‌ ও ইন্তেখাব দিনার। বাকি ১৪টি একক নাটকের মধ্যে- মোশারফ করিম-তানিয়া বৃষ্টি অভিনীত ‘টোনাটুনির সংসার’, খায়রুল বাসার-সাফা কবির অভিনীত ‘প্রেম অথবা মায়া’, তৌসিফ-কেয়া পায়েল অভিনীত ‘কামিনা আমিনা’, খায়রুল বাসার-তানজিন তিশা অভিনীত ‘মন খারাপের ঘর’, মোশাররফ করিম-রোবেনা জুঁই অভিনীত ‘প্যারা আজমল’, রাশেদ সীমান্ত-অলংকার চৌধুরী অভিনীত ‘প্রেমের ফুল ফোটে না’, নিলয়-হিমি অভিনীত ‘অকর্মা’, জোভান-কেয়া পায়েল অভিনীত ‘ডাকাতিয়া প্রেম’, জোভান-তানজিন তিশা অভিনীত ‘স্বপ্নের শেষ ঠিকানা’, মোশাররফ করিম-প্রভা অভিনীত ‘সেইম সেইম’, আফজাল হোসেন-সাদিয়া ইসলাম মৌ অভিনীত ‘কোনো একদিন’, রাশেদ সীমান্ত-ফারজানা আহসান মিহি অভিনীত ‘আফ্রিকান পরিবার’, শ্যামল মাওলা-মাইমুনা মম অভিনীত ‘অভাবের সংসার’ এবং জাহের আলভী-মায়শা প্রাপ্তি অভিনীত ‘আমার কোনো গার্লফ্রেন্ড নাই’।