Dhaka 4:40 pm, Friday, 21 March 2025

নাটকের নাম, মনের মাঝে তুমি

  • Reporter Name
  • Update Time : 05:33:10 pm, Tuesday, 21 January 2025
  • 16 Time View

চলতি প্রজন্মের মেধাবী নেত্রী ফারিন খান

অভিজনপ্রিয় অভিনেতা মুশফিক আর ফারহানের সঙ্গে জুটি বেঁধে এবার দর্শকদের সামনে হাজির হলেন চলতি প্রজন্মের মেধাবী নেত্রী ফারিন খান।
নাটকের নাম, মনের মাঝে তুমি। এটি পরিচালনা করেছেন রুবেল আনুশ। রোমান্টিক-ইমোশনাল গল্পে তৈরি নাটকটি প্রকাশ পেয়েছে আরটিভি’র ইউটিউব চ্যানেলে। প্রকাশের একদিনের মাথায় প্রায় দুই মিলিয়ন ভিউ অতিক্রম করেছে। শুধু তাই নয়, এ নাটকে ভালোই মজেছেন দর্শক। ইতিবাচক হাজারো মন্তব্যে ছেয়ে গেছে ইউটিউবের কমেন্ট বক্স। নাটক প্রসঙ্গে ফারহান বলেন, অনেক আলাদা গল্পের একটি নাটক। নির্মাণেও ভিন্নতা খুঁজে পাওয়া যাবে। মুক্তির একদিনের মাথায় প্রত্যাশার চাইতে বেশি সাড়া পাচ্ছি।
অভিনেত্রী ফারিন খান বলেন, সাধারণ গল্পটাকেই অসাধারণভাবে তুলে ধরার চেষ্টা করেছেন পরিচালক। আমরা সবাই চেষ্টা করেছি নিজেদের শতভাগ দেয়ার। খুব ভালো লাগছে দর্শকদের এমন সাড়া পেয়ে। এদিকে ফারহান এরইমধ্যে ভালোবাসা দিবসের বেশ কিছু কাজ শেষ করেছেন। অন্যদিকে এই মুহূর্তে ভালোবাসা দিবসের নাটক ‘আজান’ এর শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন ফারিন খান।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বিনামূল্যে ব্রেকিং নিউজ পেতে ok ক্লিক করুন OK .

নাটকের নাম, মনের মাঝে তুমি

Update Time : 05:33:10 pm, Tuesday, 21 January 2025
অভিজনপ্রিয় অভিনেতা মুশফিক আর ফারহানের সঙ্গে জুটি বেঁধে এবার দর্শকদের সামনে হাজির হলেন চলতি প্রজন্মের মেধাবী নেত্রী ফারিন খান।
নাটকের নাম, মনের মাঝে তুমি। এটি পরিচালনা করেছেন রুবেল আনুশ। রোমান্টিক-ইমোশনাল গল্পে তৈরি নাটকটি প্রকাশ পেয়েছে আরটিভি’র ইউটিউব চ্যানেলে। প্রকাশের একদিনের মাথায় প্রায় দুই মিলিয়ন ভিউ অতিক্রম করেছে। শুধু তাই নয়, এ নাটকে ভালোই মজেছেন দর্শক। ইতিবাচক হাজারো মন্তব্যে ছেয়ে গেছে ইউটিউবের কমেন্ট বক্স। নাটক প্রসঙ্গে ফারহান বলেন, অনেক আলাদা গল্পের একটি নাটক। নির্মাণেও ভিন্নতা খুঁজে পাওয়া যাবে। মুক্তির একদিনের মাথায় প্রত্যাশার চাইতে বেশি সাড়া পাচ্ছি।
অভিনেত্রী ফারিন খান বলেন, সাধারণ গল্পটাকেই অসাধারণভাবে তুলে ধরার চেষ্টা করেছেন পরিচালক। আমরা সবাই চেষ্টা করেছি নিজেদের শতভাগ দেয়ার। খুব ভালো লাগছে দর্শকদের এমন সাড়া পেয়ে। এদিকে ফারহান এরইমধ্যে ভালোবাসা দিবসের বেশ কিছু কাজ শেষ করেছেন। অন্যদিকে এই মুহূর্তে ভালোবাসা দিবসের নাটক ‘আজান’ এর শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন ফারিন খান।