Dhaka 9:58 pm, Monday, 12 May 2025

ড. ইউনূসের নামে কোনো সম্পত্তি বা গাড়ি নেই: প্রেসসচিব

ড. ইউনূসের নামে কোনো সম্পত্তি বা গাড়ি নেই

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নামে কোনো ব্যক্তিগত সম্পত্তি বা গাড়ি নেই বলে জানিয়েছেন তার প্রেসসচিব মোহাম্মদ শফিকুল আলম।

সোমবার (১২ মে) ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) আয়োজিত ‘মিট দ্য রিপোর্টার্স’ অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

প্রেসসচিব বলেন, “ড. ইউনূসের নামে কোনো সম্পত্তি বা শেয়ার নেই। যেসব প্রতিষ্ঠানে ‘গ্রামীণ’ নাম রয়েছে, সেগুলোর সঙ্গে তার ব্যক্তিগত মালিকানা বা আর্থিক সম্পর্ক নেই। কেউ প্রমাণ করতে পারলে দেখাক।”

তিনি দাবি করেন, ড. ইউনূসের কোনো প্রতিষ্ঠান সরকারি সুবিধা পেয়েছে—এমন অভিযোগ ভিত্তিহীন। “গ্রামীণ এমপ্লয়মেন্ট এজেন্সি ২০০৯ সালে অনুমোদনের আবেদন করে। সে সময় অনুমোদন না দিলেও পরবর্তীতে প্রক্রিয়া মেনে অনুমোদন দেওয়া হয়।”

গ্রামীণ বিশ্ববিদ্যালয় নিয়েও প্রেসসচিব বলেন, “২০১২-১৪ সালে পূর্বাচলে ২০০-৩০০ বিঘা জমি কেনা হয়। পরে সব যাচাই-বাছাই ও অডিট শেষে সম্প্রতি বিশ্ববিদ্যালয়টি অনুমোদন পায়।”

অনুষ্ঠানে ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন, সহ-সভাপতি গাজী আনোয়ার ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল উপস্থিত ছিলেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

মিয়ানমারে জান্তা বাহিনীর বিমান হামলায় ১৭ স্কুল শিক্ষার্থী নিহত

বিনামূল্যে ব্রেকিং নিউজ পেতে ok ক্লিক করুন OK .

ড. ইউনূসের নামে কোনো সম্পত্তি বা গাড়ি নেই: প্রেসসচিব

Update Time : 04:19:57 pm, Monday, 12 May 2025

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নামে কোনো ব্যক্তিগত সম্পত্তি বা গাড়ি নেই বলে জানিয়েছেন তার প্রেসসচিব মোহাম্মদ শফিকুল আলম।

সোমবার (১২ মে) ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) আয়োজিত ‘মিট দ্য রিপোর্টার্স’ অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

প্রেসসচিব বলেন, “ড. ইউনূসের নামে কোনো সম্পত্তি বা শেয়ার নেই। যেসব প্রতিষ্ঠানে ‘গ্রামীণ’ নাম রয়েছে, সেগুলোর সঙ্গে তার ব্যক্তিগত মালিকানা বা আর্থিক সম্পর্ক নেই। কেউ প্রমাণ করতে পারলে দেখাক।”

তিনি দাবি করেন, ড. ইউনূসের কোনো প্রতিষ্ঠান সরকারি সুবিধা পেয়েছে—এমন অভিযোগ ভিত্তিহীন। “গ্রামীণ এমপ্লয়মেন্ট এজেন্সি ২০০৯ সালে অনুমোদনের আবেদন করে। সে সময় অনুমোদন না দিলেও পরবর্তীতে প্রক্রিয়া মেনে অনুমোদন দেওয়া হয়।”

গ্রামীণ বিশ্ববিদ্যালয় নিয়েও প্রেসসচিব বলেন, “২০১২-১৪ সালে পূর্বাচলে ২০০-৩০০ বিঘা জমি কেনা হয়। পরে সব যাচাই-বাছাই ও অডিট শেষে সম্প্রতি বিশ্ববিদ্যালয়টি অনুমোদন পায়।”

অনুষ্ঠানে ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন, সহ-সভাপতি গাজী আনোয়ার ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল উপস্থিত ছিলেন।